Header Ads

গুয়াহাটির হায়াত হাসপাতাল ২৯ দিন রেখে সাত লাখ টাকার বিল করে অসুস্থ সাংবাদিককে ফিরিয়ে দিল

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : গুয়াহাটির লালগণেশের হায়াত হাসপাতাল সাংবাদিক মানিক দের  ২৯  দিন সাধারণ চিকিৎসা করে  মোট ৭ লাখ ৬৪ হাজার ৫০০টাকার বিল নিল(বিল নং ৭৭১৪/রেজি. নং ২৪১৩২/বেড নং ১২২০/ আইসিইউ/ দ্বিতীয় তলা)। ক্যান্সার আক্রান্ত  পত্নী  লংকার সরকারি হাসপাতালের নার্স  সুপ্রিয়া শুক্লবৈদ্য অনেক কষ্ট করে বিল মেটালেন। এই মোটা অঙ্কের বিল করার পর  সাংবাদিক মানিক   দের পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ  জানিয়ে দেয়  কম পয়সায়  পেলে সেই হাসপাতালে রুগিকে নিয়ে যান। সেই জবাব পেয়ে ভালো চিকিৎসার আশায়  গুরুতর অসুস্থ হোজাই-লংকার আদি বাসিন্দা 'অগ্রদূত', 'নববার্তা প্রসঙ্গ' প্রভৃতি দৈনিক সংবাদপত্রে  কাজ করা সাংবাদিক মানিক দেকে গুয়াহাটি অ্যাপেলো হাসপাতালে  ভর্তি করা হয়। ২৯ দিন পর সাত লাখ টাকার  বিল  তোলার পর হায়াত হাসপাতাল কর্তৃপক্ষ  ব্যর্থতা স্বীকার না-করে  জানিয়ে দিল কম পয়সায় আই সি  ইউ  পেলে সেখানে  রুগিকে নিয়ে যান। সাংবাদিকের  চিকিৎসায় বহু মানুষ এগিয়ে  এলেও তা প্রয়োজনের তুলনায় খুব কম। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সাহায্যের আশ্বাস দিয়েছেন। ডাক্তার  রাকেশ দাস, 'নব বার্তা প্রসঙ্গ'র সম্পাদক হবিবুর রহমান চৌধরী, অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী  প্রমুখ, লামডিং, লংকার মানুষও এগিয়ে এসেছেন। সাহায্যের হাত বাড়িয়েছেন 'ভারতকণ্ঠ' দেবজিৎ সাহা থেকে শুরু করে বরাকের বিধায়ক কৃষ্ণেন্দু পাল পর্যন্ত অনেকেই। করোনা উদ্ভূত জটিল পরিস্থিতিতে হায়াত  হাসপাতালের  অমানবিক, ভূমিকা,  সাংবাদিকদের প্রতি   চরম অবহেলা  নিয়ে  প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে,  সবাই ধিক্কার জানাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.