Header Ads

বিনা অনুমোদনে শিল্প স্থাপন করা যাবে না, আগের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার


অমল গুপ্ত, গুয়াহাটি : সরকার তাদের ক‍্যাবিনেটের সিদ্ধান্ত থেকে সরে এসে জানিয়ে দিল, ক্ষুদ্র ও ছোট শিল্প স্থাপন করতে ভূমি ও রাজস্ব বিভাগের আগাম অনুমোদন নিতেই হবে। আগে এক আদেশ যোগে অসমে শিল্প উদ্যোগ স্থাপন করতে সরকারের কোনো বিভাগের অনুমোদন লাগবে না, কেবল বিদ্যুৎ ও অগ্নিনির্বাপক বাহিনীর অনুমোদন নিতে হবে বলে সিদ্ধান্ত নিতে হবে। এই বলে সরকার এক অর্ডিন্যান্সও জারি করে ছিল। পরে মুখ্যমন্ত্রীর  পুরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্তের অনুমোদন জানানো হয়। তারপর থেকে রাজ্যের বাম সংগঠন সহ বিভিন্ন সংগঠন সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আশংকা প্রকাশ করে বাইরের শিল্পপতিরা অসমের জমিতে শিল্প স্থাপন করতে এসে কৃষি জমি গ্রাস করবে। আজ শিল্পমন্ত্রী চন্দ্রামোহন পাটোয়ারী জনতা ভবনে সাংবাদিক সন্মেলন ডেকে স্পষ্ট করে দিলেন বাইরের শিল্পপতিদের অসমে ক্ষুদ্র ও ছোট শিল্প স্থাপন করতে হলে ভূমি রাজস্ব বিভাগের ও জমির মালিকদের লিখিত অনুমোদন নিতেই হবে। নতুবা শিল্প স্থাপন করার অনুমতি সরকার দেবে না। সরকার তাদের আগের সিদ্ধান্ত থেকে সরেই এলো। কারণ ভোট আসছে, কোনো ঝুঁকি নিতে রাজি নয় সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.