Header Ads

রিপুন বরাকে সরানোর চক্রান্ত করছে বিজেপি, পাশে আছে একাংশ কংগ্রেস, অভিযোগ এরকমই


অমল গুপ্ত, গুয়াহাটি : রিপুন বরা একজন দক্ষ সরকারি অফিসার থেকে কংগ্রেস রাজনীতিতে যোগ দিয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন। তার মত সুবক্তা, ইংরাজি, হিন্দিতে সাবলীল খুব কম নেতা আছে, প্রথম থেকে তার জনপ্রিয়তা বিনষ্ট করার জন্যে কংগ্রেসের একাংশ নেতা উঠে পড়ে লেগেছে। তাকে মাত্র ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে সি বি আই-কে ব্যবহার করে তার বদনাম করা হয়। এক কংগ্রেস নেতা রিপুন বরাকে ফাঁসিয়ে ছিলেন, বর্তমানে বিজেপি সরকারের সময় এক মন্ত্রী রিপুন বরাকে নানাভাবে বদনাম করে বসিয়ে দেবার চক্রান্ত করছে বলে কংগ্রেস দলের অভিযোগ। প্রাক্তন সাংসদ কিরিপ চালিহা, হিরণ্য বরা প্রমুখ বিজেপি সরকারের  এক মন্ত্রীর ইচ্ছা পুরণের জন্যে কাজ করছেন। আর দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর কান ভারি করছেন। কিন্তু কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী  রিপুনের পাশে আছেন। রিপুন দলের কংগ্রেস নেতাদের পাশে নিয়ে বন্যা উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য দৌড়িয়ে বেড়াচ্ছেন, খুবই ভালো কাজ করছেন, বিজেপি যেমন অগপ-কে দুর্বল করেছে, সেইরকম কংগ্রেস দলে চিড় ধরাতে চাইছে। কারন আর মাত্র ৬ থেকে ৭ মাস বাদে নির্বাচন। বিজেপি সরকারের নানা দুর্বলতা, আর্থিকভাবে কেন্দ্র নির্ভরতা, এই পরিস্থিতিতে কংগ্রেস যদি আই ইউ ডি এফ-এর মত সংখ্যালঘু জনগোষ্ঠীর দল, বামপন্থী দল এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সমর্থন জোগার করতে পারে তবে বিজেপি দুর্বল অগপ-কে নিয়ে  দিসপুর দখল করতে পারবে না। হাগগ্রামা মহিলারির বি পি এফও বিজেপির পাশে নেই। এই সময় আপাতত শক্তিশালী কংগ্রেস দলকে, সভাপতি রিপুন বরাকে দুর্বল করার খেলায় বিজেপির বেতনভোগী একাংশ নয় দু'চারজন মাঠে নেমেছে বলে রিপুন বরার ঘনিষ্ঠদের অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। এক কংগ্রেস সাংসদ কোনো মন্তব্য না করে বলেন, নির্বাচনের ৪-৫ মাস আগেও সভাপতি বদল করার নজির কংগ্রেস দলে আছে। বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া বলেন, গত বছরের জুলাই মাস থেকে  কংগ্রেস দলকে শক্তিশালী করার দাবি জানিয়ে আসছি। তা আজও হলো না। দিল্লির এক সূত্র জানান, কংগ্রেস হাইকমান্ড ভূপেন বরা ও রকিবুল হোসেনকে কার্যবাহী সভাপতি ও তরুণ গগৈকে রাজ্য সভাপতি করার এক প্রাথমিক আলোচনা চলছে। কিন্তু অন্য মেরুর সাংসদ প্রদ্যুৎ বরদলৈ দলের সভাপতি হওয়ার দৌড়ে আছেন। দেবব্রত শইকিয়াও ভাবছেন কিছু একটা হবে। শরৎ শইকিয়া ডাক্তার অর্ধেন্দু দের মতো বিশিষ্ট কংগ্রেস নেতারা জানান, আর মাত্র ৬-৭ মাস আছে। এর মধ্যে সভাপতি পাল্টালে কংগ্রেস দলের ভরাডুবি ঘটবে। কংগ্রেস সূত্র জানান, ৮৩ বছরের  তরুণ গগৈ এখন সাংসদ পুত্র গৌরবের ভবিষ্যৎ গড়ে দিতে চাইছেন। প্রুদ‍্যুতকে সমর্থন  করবেন না। তরুণকে রাহুল সমর্থন করলেও সোনিয়া রিপুনের পাশে আছেন। তরুণ গগৈ রিপুনের পাশে আছেন। রিপুনের বিরুদ্ধে চক্রান্ত চলেছে কিন্তু বিজেপি-র ইচ্ছা পূরণ করতে মাঠে নামা দু'এক জন তথাকথিত কংগ্রেস নেতার মনোবাসনা পূরণ হবে না বলে মন্তব্য করেন কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য সহ চিত্ত পালের মতো অনেক নেতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.