অসম সরকার ১৫ আগস্ট পর্যন্ত নিজের গাইডলাইন মেনে চলবে আন লক-৩ মানবে না
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : কেন্দ্রীয় সরকার ১ আগস্ট থেকে আন লক-৩ শুরু করছে। অসম সরকার সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ১৫ আগস্ট পর্যন্ত অসম সরকারের গাইডলাইন মেনে চলবে। রাতের কারফিউ অব্যাহত থাকবে। শনি-রবিবার উইকেন্ড লকডাউন চলবে। দোকানপাট আগের আদেশ মেনে খোলা হবে। আজ স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজরিকা সাংবাদিক সম্মেলনে জানান, ৪ থেকে ৫ আগস্ট সরকার নিজস্ব গাইডলাইন বার করবে। অসমে আজ পর্যন্ত ৩৮৪০ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ২১১২ জন আক্রান্ত হয়েছেন, তবে সুস্থতার হার বেড়েছে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই