Header Ads

অসমের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক , মৃত্যুর সংখ্যা ১০২

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্ক --২৭ জুলাইঃ 

অসমের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে । অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির বুলেটিন মোতাবেক, অসমে চলতি বন্যায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ । জলে ডুবে ও রাজ্যের নানা জায়গায় ধসে মারা গেছেন মানুষজন ।


অসমের ২৩ টি জেলা পড়েছে বন্যার কবলে । ২২৬৫ -টি গ্রামের মোট ২৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায় । সবচেয়ে খারাপ অবস্থা গোয়ালপাড়া জেলার । এই জেলায় বন্যাদুর্গতদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭০  হাজার । তবে বৰ্তমানে রাজ্যের যেদিকেই তাকানো যায় চারদিকে প্ৰলয়ঙ্কারী বন্যার তাণ্ডব। গত ৬ জুলাই বন্যার জলের প্ৰবল স্ৰোতে গোয়ালপাড়া জেলার জলেশ্বর বিধানসভা কেন্দ্ৰে শিলার ভিটা বাঁধ ২ কিলোমিটার পৰ্যন্ত ভেঙে গেছে। ফলে বাঁধের কাছে থাকা সমস্ত ঘরবাড়ি জলের স্ৰোতে ভেসে গেছে। ফলে চরম দুৰ্ভগের মধ্যে দিয়ে না খেয়ে দিন রাত কাটাচ্ছেন স্থানীয় মানুষগুলো। এদিকে আবার গোয়ালপাড়া জেলা প্ৰশাসন প্ৰেস বিবৃতির মাধ্যমে জানিয়েছে, বন্যা দুৰ্গতদের যথেষ্ট পরিমাণে খাবার সরবরাহ করা হয়েছে। অন্যদিকে বন্যা দুৰ্গতদের মন্তব্য একেবারেই উল্টো। তাদের অভিযোগ, গত ২০ দিন ধরে বাঁধের ওপরে আশ্ৰয় নিয়ে আছেন তারা। একদিন মাত্ৰ স্থানীয় বিধায়ক এসে এক প্যাকেট বিস্কুট হাতে ধরিয়ে দিয়ে দায়িত্ব সেরে গেছেন। সরকারের কাছ থেকে কোনও ধরনের ত্ৰাণ সাহায্য তার পাননি।  
বৰ্তমানে জলেশ্বরের প্ৰায় ৯০ শতাংশ গ্ৰাম জলের নিচে। রাস্তা ঘাটের ওপর দিয়ে প্ৰবাহিত হচ্ছে মহাবাহু ব্ৰহ্মপুত্ৰের জলের প্ৰবল স্ৰোত। নিজের ঘর বাড়ি ছেড়ে কোনও মতে প্ৰাণ হাতে নিয়ে বাঁধের ওপর আশ্ৰয় নিয়েছেন স্থানীয় গ্ৰামবাসীরা।

 এরপর রয়েছে বরপেটা জেলা । বরপেটা জেলায় ক্ষতিগ্রস্ত ৩ লক্ষ ৯৫ হাজার । মরিগাঁওয়ে ৩ লক্ষ ৩৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায় । গৃহহীন হয়েছেন ১৬ -টি জেলার ৪৬ হাজার মানুষ । বৰ্তমানে ৪৫৭ -টি ত্রাণশিবিরে আশ্ৰয় নিয়েছেন বন্যা দুৰ্গতরা। একদিকে অতিমারি করোনার আতঙ্ক তার ওপর বন্যার তাণ্ডবে চরম দুৰ্ভোগের মধ্যে দিয়ে দিন রাত কাটাচ্ছেন বন্যা দুৰ্গতরা। বন্যা দুৰ্গতদের চোখের জল ও বন্যার জল মিলেমিশে একাকার হয়েছে। 



উত্তর -পূর্বের দ্বায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং অসমের চলতি বন্যা পরিস্থিতি  নিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে কথা বলেছেন । বন্যায় বিধ্বস্ত  পরিকাঠামো পূননির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার ও নর্থ ইস্ট কাউন্সিল  ( এনইসি) থেকে সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.