Header Ads

নগাঁও রামানুজন কলেজে মেধা তালিকায় প্রথম সহ ১৯ জন, কেউ মোবাইল, টিভি ব্যাবহার করেনি



অমল গুপ্ত, গুয়াহাটি : আজ অসমে উচ্চ মাধ্যমিক কলা, বিজ্ঞান এবং বানিজ্য শাখার ফলাফল প্রকাশিত হয় সরকারি বিদ্যালয় নয় বেসরকারি বিদ্যালয়ের জয় জয়কার এবং ছাত্রীদের জয় অব্যাহত। তিনটি শাখায় ৯২ জন প্রথম দশে স্থান পেয়েছে। মাধ্যমিক পরীক্ষায় দরং জেলা থেকে প্রথম স্থান লাভ করেছে আবার দরং জেলার পাথারিঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্রী পূবালী ডেকা কলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। নিম্ন অসমের বরপেটার আনন্দরাম বড়ুয়া একাডেমি থেকে বিজ্ঞানে প্রথম স্থান অধিকার করেছে অবিনাশ কলিতা ডিব্রুগড়ের সল্টব্রুক একাডেমি থেকে কমার্সে প্রথম স্থান অধিকার করেছে কৃষ্ণা মহেশ্বারী এবার নগাঁও জেলার ফল খুব ভালো নগাঁও রামানুজন জুনিয়র কলেজ থেকে কলা বিভাগে যৌথভাবে শ্রদ্ধা বড়গোহাই প্রথম স্থান লাভ করেছে। এই কলেজ থেকে ১৯ জন মেধা তালিকাভুক্ত আজ কলেজ কর্তৃপক্ষ জানান, তাদের কড়া নির্দেশ ছিল, কোনো ছাত্রছাত্রী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, টিভি দেখতে পাবে না। সবাই তা কঠোরভাবে মেনেছে বলেই এই সফলতা। বিজ্ঞান বিষয়ে শীর্ষে রয়েছে শিবসাগর জেলা, কমার্স বিষয়ে শীর্ষে রয়েছে চিরাং ও মাজুলি এদিকে, পশ্চিম কার্বি আংলং জেলা কমার্সে ১০০ শতাংশ করে নম্বর পেয়েছে। কলাতে দরং জেলা কমার্স এবং কলাতে সব চেয়ে খারাপ ফলাফল বরাকের হাইলাকান্দি জেলার। গুয়াহাটির মতো শহরে ছাত্রছাত্রীদের অবস্থা করুণ  কটন, কমার্সের ফলাফল খারাপ। গুয়াহাটি ক্রমশ পিছিয়ে পড়ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.