Header Ads

গুয়াহাটির করোনা ভাইরাস উদ্বেগজনকভাবে বাড়ছে, মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিলেন



নয়া ঠাহর, গুয়াহাটি : রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ গুয়াহাটি সহ রাজ্যের করোনা উদ্ভূত জটিল পরিস্থিতি পর্যালোচনা করে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গুয়াহাটির পরিস্থিতির কথা বুঝিয়ে বলেন। মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সুরক্ষায় সব ধরনের কড়া পদক্ষেপ বলতে লকডাউনের কথাই বললেন বলে মনে করা হচ্ছে কারণ গুয়াহাটির ১১টি ওয়ার্ডে লকডাউন ঘোষণা করা হলেও অধিকাংশ ক্ষেত্রে মানুষ মানছে না। পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত ও গুয়াহাটিবাসীকে সতর্ক করে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাস্ক পড়ার নির্দেশ দেন। হুঁশিয়ারি দেন, বিধি না মানলে শাস্তিমূলক বাবস্থা গ্রহণ করা হবে। গুয়াহাটিতে ৩১টি ওয়ার্ডে সওয়াব গ্রহনের বাবস্থা হয়েছে। গত চার দিনে প্রায় ৫০০ আক্রান্ত হয়েছে শুধু গুয়াহাটিতে শতাধিক ব্যাক্তির ট্রাভেল হিস্ট্রি নেই তাই গণসংক্রমণের আশংকা করা হচ্ছে। এখন পর্যন্ত অসমে ৮০০ জন আক্রান্ত হয়েছে ৪০০-র মতো সুস্থ হয়ে উঠেছে ৯ জনের মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.