Header Ads

রাজ্যে বন্যার প্রকোপ, ৮০ শতাংশ নদীবাঁধ মেরামত হলো না অভিযোগ দেবব্রত শইকিয়ার


অমল গুপ্ত, গুয়াহাটি : রাজ্যের অধিকাংশ জেলাতে বন্যার প্রকোপ উজানের বৃহত্তম শহর ডিব্রুগড়, কাছের তেল নগরী বলে খ্যাত দুলিজান বিরামহীন বৃষ্টির ফলে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে ডিব্রুগড় শহরের উপরে অবস্থিত ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র বিপদ সীমার উপর দিয়ে বইছে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে শহর ডুবে যাওয়ার সম্ভবনা রয়েছে মুখ্যমন্ত্রীর নিজের শহরের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। ডুমডুমা বাঘজানের মাঝের একটি পাকা ব্রিজ বন্যার তোড়ে ধসে পড়ে বাঘজানের তেলকূপে প্রায় মাস খানেক ধরে আগুন জ্বলছে তেল গ্যাস ক্রমাগত নির্গত হচ্ছে। আজ ব্রিজটি ধসে পড়ায় আগুন নেভানোর কাজে বাধা আসবে বলে অয়েল ইন্ডিয়া বলেছে। তিনসুকিয়া জেলার তালাপ অঞ্চলের প্রায় ২০০টি গ্রাম ডুবে গেছে। পবিতারা অভয়ারণ্যের প্রায় ৮০ শতাংশ ডুবে গেছে গন্ডার, বুনো মহিষ, হরিণ প্রভৃতি উঁচু 
এলাকায় গিয়ে ঠাঁই নিয়েছে কাজিরঙা রাষ্টীয় উদ্যানের অনেক এলাকা প্লাবিত হয়ে গেছে। শিবসাগরের দিবাঙ নদীর জল বহু এলাকা প্লাবিত হয়েছে। জোনাই, সাদিয়া, গহপুরের বহু এলাকা ডুবে গেছে। বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া আজ অভিযোগ করেন, গত সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের নদীবাঁধগুলো মেরামত করার আশ্বাস দিয়েছিলেন আজ অধিকাংশ বাঁধ ডুবে গেছে। ৮০ শতাংশ বাঁধ মেরামতের আশ্বাস শুধু আশ্বাস হয়েই রয়ে গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.