Header Ads

পাকিস্তানের ইসলামাবাদে কর্মরত ২ ভারতীয় দূতাবাস কর্মী নিখোঁজ

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৫ জুনঃ 
সোমবার সকাল থেকে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ । এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।


কয়েকদিন আগে আইএসআই -এর হয়ে চরবৃত্তির অভিযোগে পাকিস্তানি দূতাবাসের দুই অফিসারকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ভারত। এর পরই ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত কর্মীদের উপর নজরদারি বাড়ায় পাকিস্তান ।


পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কর্মরত ভারতীয় দূতাবাস কর্মীদের বাড়ির বাইরে থেকে ভেতরে উঁকিঝুঁকি মারা বা বাইকে করে দূতাবাসের কর্মীদের গাড়ির পিছু করা চলছিলই। এ নিয়ে একটি ভিডিও নয়াদিল্লিতে পাঠিয়েছিলেন এক ভারতীয় কূটনৈতিক । গত সপ্তাহখানেক ধরেই এই উৎপাত চলছিল ।



ভারত আগেই সন্দেহ করেছিল, পাক দূতাবাসের দুই অফিসারকে দেশে ফেরত পাঠানোর পর এবার পাকিস্তান পাল্টা কিছু করবেই। একই অভিযোগ আনতে চাইবে ভারতীয় দূতাবাস কর্মীদের বিরুদ্ধে । দুই দূতাবাস কর্মী নিখোঁজ হওয়ার পর বিষয়টি কড়াভাবেই পাকিস্তান প্রশাসনকে জানিয়েছে নয়াদিল্লি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.