Header Ads

বাঘজানে তেলকূপ বিস্ফোরণে জড়িত ব্যাক্তিদের কঠোর শাস্তি ও ক্ষতিগ্রস্তদের সব ধরণের সাহায্যের আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের


অমল গুপ্ত, গুয়াহাটি : বাঘজান তেলকূপে বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ বাগজানে বিস্ফোরণ স্থলে দাঁড়িয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই কড়া বার্তা দেন তিনি বলেন দোষী ব্যক্তি যত বড়ই হোক না কেন তাকে ছাড়া হবে না। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বাঘজানে অগ্নিকাণ্ডের ফলে যেসব চা বাগান, তামুল ক্ষেত, মাছ চাষ, বন জঙ্গলের ক্ষতি হয়েছে, তার ক্ষতি পূরণের সব চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত মানুষদের জীবন সম্পত্তির ক্ষতিপূরণ দেবে অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ ধর্মেন্দ্র প্রধান বলেন, প্রধানমন্ত্রী অসমের বাঘজান বিস্ফোরণের সব খবর রাখছেন তার নির্দেশে বিশ্বের তেল বিশেষজ্ঞরা বাগজানে এসেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ কেন্দ্রীয় মন্ত্রী ঘটনাস্থলে গেলে অসমীয়া পরম্পরা মেনে পান তামূল দিয়ে স্বাগত জানান বাঘজানবাসী। কেন্দ্রীয় মন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গেও কথা বলেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সেখানে বাঘজানবাসীর জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি বাঘজান অঞ্চলে বন্যা ধসের সমস্যা খতিয়ে দেখে ২৭ কোটি টাকা ব্যয় করে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা, একটি মডেল হাসপাতাল, একটি পশু হাসপাতাল
একটি উচ্চতর হাইস্কুল সহ তিনসুকিয়া পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে। তিনি বলেন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা থেকে বিশেযজ্ঞরা বাঘজানে কূপের আগুন নেভানোর জন্য সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, অতিরিক্ত প্রধান মুখ্য বন সংরক্ষক বন্য প্রাণী এম কে যাদব ওই অঞ্চলে জীববৈচিত্র্যে কি ধরনের প্রভাব পড়েছে তা সমীক্ষা করে দেখছেন। মুখ্যমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মাগুরবিলে প্রতি বছর ৪৬৫ প্রজাতির দেশান্তরী পাখি আসে তা যাতে বন্ধ না হয় তার জন্যে বিলটিকে পরিষ্কার, প্রদূষণমুক্ত করে এক পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে তোলা হবে। তিনি বার বার বাঘজানবাসীকে আশ্বাস দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ যৌথভাবে ক্ষতিগ্রস্ত লোকদের সব ধরনের সাহায্য দেবে। বাঘজান সফরে সঙ্গী ছিলেন কেন্দ্রীয় খ্যদ্য ও সরবরাহ বিভাগের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী, কৃষিমন্ত্রী অতুল বরা, রাজস্ব প্রতিমন্ত্রী যোগেন মোহন, জনজাতি কল্যাণ প্রতিমন্ত্রী সঞ্জয় কৃষাণ, সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা এবং অয়েল ইন্ডিয়ার অফিসাররা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.