Header Ads

কোভিড সংক্ৰমণ ঠেকাতে ১৯ থেকে ৩০ জুন পৰ্যন্ত ফের পূৰ্ণ লকডাউনের পথে তামিলনাড়ুর ৪ জেলা

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৫ জুনঃ অতিমারি কোভিড-১৯এর শৃঙ্খল ভাঙতে ফের পুরো লকডাউনের পথে তামিলনাড়ু সরকার। ১৯ জুন থেকে ৩০ জুন পৰ্যন্ত পূৰ্ণ লকডাউন চলবে তামিলনাড়ুর ৪ জেলায়। জেলাগুলির নাম যথাক্ৰমে - চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চীপুরম এবং চেঙ্গালপেট। ১৯ থেকে ৩০ জুন পৰ্যন্ত জরুরি পরিষেবা ছাড়া বাকি সব কিছু বন্ধ থাকবে। আজই এ ব্যাপারে চার জেলার জেলাশাসককে গাইডলাইন পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। 
ছবি, সৌঃ ইন্টারনেট
করোনা সংক্ৰমণের নিরিখে মহারাষ্ট্ৰের পরেই রয়েছে দক্ষিণের এই রাজ্য। সোমবার তামিলনাড়ুর মন্ত্ৰীসভার বৈঠকে চার জেলায় পূৰ্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য মন্ত্ৰীসভার পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গেও দীৰ্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্ৰী কে পালানিস্বামী।
১৬ জুন অৰ্থাৎ মঙ্গলবার এবং ১৭ জুন বুধবার দুই দফায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্ৰীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। তার আগেই ১২ দিনের পূৰ্ণ লকডাউনের কথা ঘোষণা করল তামিলনাড়ু সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.