Header Ads

শুরু হলো বিজেপির জনসম্পর্ক অভিযান



নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি।

আজ থেকে শুরু হলো বিজেপির জনসম্পর্ক অভিযান। রাজ্যেবাসীর উন্নয়নের জন্য গ্রহণ করা জনকল্যাণমূলক কাজ কর্মের হিসাব নিকাশ নিয়ে বিজেপি আজ থেকে সম্পর্ক অভিযান শুরু করেছে।৫০লাখ পরিবারের সাথে প্রত্যক্ষ সম্পর্ক করার লক্ষ্যে নগরে বিজেপির রাজ্যিক  সভাপতি রনজিৎ কুমার দাস এই অভিযানের শুভারম্ভ  করেন । মোদি সরকারের দ্বিতীয় কার্যকালের এক বছর পূর্ণ ও সনোয়াল  সরকারের চার বছর সম্পূর্ণ হবার পর কেন্দ্রীয় ও রাজ্য  সরকারের সমস্ত  কাজকর্মের  হিসাব নিকাশের প্রচারপত্রিকা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করে জনসম্পর্ক করার সাথে সাথে বিজেপিকে সমর্থন জানানোর কথা  বলে তিনি   প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেন। 
উল্লেখ্য যে ২০২১ সালের নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে বিশেষ রন কৌশল প্রস্তুত করেছে বিজেপি। এই কার্যসূচী  অনুসারে এদিন মালিগাওয়ের প্রায় ২০ জন বিশিষ্ট ব্যক্তি শঙ্করলাল পারেখ, রাখাল তরফদার ও এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষাৎ করে বিজেপির গুয়াহাটি জেলার সভাপতি মৃগেন শরনীয়া।
এদিনের জনসম্পর্ক অভিযানে শুভারম্ভে অসমের ১২৩টা বিধানসভা সমষ্টিতে দলের মন্ত্রী-সাংসদ, জ্যেষ্ঠ  কর্মকর্তারা, বিধায়ক ,রাজ্যিক অধিকারীরা,জিলা ও মণ্ডল অধিকারীরা,বুথ সমিতির সভাপতি প্রমূখ উপস্থিত থাকেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.