নগাঁওয়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩৪৯ বৃদ্ধি পেয়েছে, নতুন করে আক্রান্ত ১৬ জনের ১৪ জনই মহারাষ্ট্র থেকে আসা
সুনীল রায়, নগাঁও, ১৫ জুন : নগাঁও জেলাতে আজ নতুন করে ১৬ জন করোনায়
আক্রান্ত হয়েছেন। নগাঁও জেলা স্বাস্থ্য বিভাগে আজ এই কথা নিশ্চিত করেছে। আজ পর্যন্ত
নগাঁও জেলাতে করোনায় ৩৪৯ জন আক্রান্ত হয়েছেন। আজ নতুন করে আসা সকলের ভিতরে
সর্বাধিক আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রের থেকে আসা নগাঁওয়ের লোক। আজ নতুন করে
আক্রান্ত হওয়া ১৬ জনের ভিতরে ১৪ জনই শুধু মহারাষ্ট্রের প্রতিদিনই মহারাষ্ট্রে থেকে
নগাঁওয়ে আসা লোকের অধিকাংশই করোনায় আক্রান্ত হওয়া, কাজেই নগাঁওয়ের জনগণের মনে শংকা
বৃদ্ধি পেয়েছে। আজ সুস্থ হয়ে উঠা ১৩ জনকে জেলা স্বাস্থ্য বিভাগে বাড়িতে যাওয়ার
অনুমতি প্রদান করেছে। এই ১৩ জনকে নিয়ে নগাঁওয়ে আজ পর্যন্ত মোট ১৩৪ জনকে বাড়িতে
যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, আজ নগাঁওয়ে বহিঃরাজ্য থেকে ১৬২ জন
লোক এসেছে। নগাঁওয়ের ৪৬টি কোয়ারেন্টাইন কেন্দ্রে ১৬৫৩ জন রয়েছে। নগাঁওয়ের
ভোগেশ্বরী ফুকননী অসামরিক চিকিৎসালয়ে ১১০ জন, কন্দলি আদর্শ চিকিৎসালয়ে ৩০ জন,
উজরাগাঁও আদর্শ চিকিৎসালয়ে ৪০ জন এবং মোয়ামারী আদর্শ চিকিৎসালয়ে ৪৫ জন পজিটিভ
রোগীর চলছে।
কোন মন্তব্য নেই