বরাকের সাপ্তাহিক টুকরো খবর
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপু্র : এই দেশে দুর্নীতি দমন করা বোধহয় শিবের বাপের
ও অসাধ্য। উপর থেকে নিচ পর্যন্ত কোথাও না কোথাও সুযোগ পেলেই এক শ্রেণীর মানুষ
সাধারণ জনতাকে ঠকিয়ে নিতে ব্যস্ত। লকডাউনে যেখানে সাধারণ খেটে খাওয়া মানুষের
নাভিশ্বাস উঠছে এবং সরকারি সাহায্যের জন্য রেশনের দোকানের সামনে লাইন দিচ্ছে,
এদের সামান্য বরাদ্দতেও
ভাগ বসাচ্ছে অসাধুরা। জানা গেছে, রেলশহর বদরপুরের
অনেক রেশনের দোকানে গরিবদের জন্য কার্ডপিছু দু কেজি করে ডাল বরাদ্দ হয়েছে। অনেক
দোকানিরা গ্ৰাহকদের সুবিধার জন্য দু কেজি করে ডালের পোঁটলা বেঁধে রাখছেন। কিন্তু
প্রতি পোঁটলা থেকে ২০০ গ্ৰাম করে ডাল গায়েব। ভেবে দেখা উচিত, সাধারণ মানুষ ফ্রী-তে ডাল পেয়ে যখন একদিকে
স্বস্তির নিশ্বাস নিচ্ছেন তখন তাদের অজান্তে অসাধু ব্যবসায়ীরা ফাঁকতালে টু পাইস
কামিয়ে নিচ্ছেন। এ নিয়ে স্থানীয় জনসাধারণ জেলাশাসকের কাছে বিষয়টির উপযুক্ত
পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।
অনিরুদ্ধ শুক্লবৈদ্য, পাঁচগ্ৰাম : কালিনগর জিপির অধীনস্থ বাঘমারা পলারপার এলাকার
পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্ৰাম্য রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষোভ
প্রকাশ করেন গ্ৰামের কয়েকজন মহিলা সহ পথচারীরা। অল্প বৃষ্টিতেই হাঁটুজল হয়ে যায়
রাস্তাটি। তাছাড়া নেই কোনো বিকল্প পথ। এই এলাকায় কমপক্ষে দুই হাজারেরও অধিক
বসতবাড়ি রয়েছে বলে সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে তাদের দুর্দশার কথা তুলে ধরেন
তারা। এছাড়া, উক্ত এলাকায়
বারকয়েক রাস্তার কাজের জন্য প্রতিশ্রুতি দিয়েও কাজের কাজ কিছুই হয়নি বরং
সাইনবোর্ড লাগিয়ে প্রায় ৭০ হাজার টাকার একটি প্রকল্প আত্মসাৎ করেছে পঞ্চায়েত
প্রতিনিধিরা বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা। এবং অবিলম্বে এই পলারপার এলাকার গ্ৰামীণ
রাস্তা সংস্কার করে দেওয়ার দাবি জানান উপস্থিত স্থানীয় বিজেপি কর্মী স্বপন সিংহ,
বিশ্বজিৎ সিংহ, স্বাতী মালাকার, সান্ত্বনা মালাকার সহ গ্ৰামের অন্যান্যরা।
বদরপু্র : গত শনিবার বদরপু্র এস টি রোডের চৌমাথা সংলগ্ন
পাশের ড্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করলো বদরপু্র পুলিশ। প্রত্যক্ষদর্শীরা শনিবার সকালে লাশটি ড্রেনের
মধ্যে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে বদরপু্র পুলিশকে খবর দেন। এ খবর লেখা পর্যন্ত
মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।
তবে বয়স আনুমানিক ৩৫/৪০ হবে। মুখে দাড়ি ও পড়োনে ছিল কালো গেঞ্জি ও কালো
প্যান্ট। লাশটি উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
বলে জানা গেছে।
অনুপম পাল, বালিপিপলা : লিপিপলার আশেপাশে সংরক্ষিত অরণ্য থেকে বাঁশ
বাগান ধ্বংস করে বাঁশের 'করুল' কেনাবেচার ব্যবসা চলছে। বনবিভাগ নীরব। উল্লেখ্য, বৃষ্টির মরশুমে বাঁশের প্রজননগত সময়ে বাঁশের 'করুল' বের হয়। বাঁশের জন্মলগ্নের পর মুহুর্ত থেকে নতুন বাঁশের জন্মমুহুর্ত পর্যন্ত 'করুল' কেটে চলেছে এক শ্রেণীর লোক। ফলে প্রচণ্ড ক্ষতি হচ্ছে অরণ্যে সংরক্ষিত
বাঁশবাগানের। বনবাবুরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। এদিকে বালিপিপলার আশেপাশের অরণ্য
থেকে প্রচুর পরিমাণে বাঁশের'করুল' বস্তা বস্তা ও ভাড়ে করে লোয়াইরপোয়া হয়ে
নিয়ে যাওয়া হচ্ছে প্রতি বাজার সহ জেলার বিভিন্ন স্থানে। সবুজ নিধনযজ্ঞ বন্ধ করতে
বনবিভাগের বনকর্মীদের বিশেষ দৃষ্টি দেওয়ার অনুরোধ রেখেছেন কতিপয় পরিবেশপ্রেমীরা।
অনুপম পাল, বালিপিপলা : পাথারকান্দি বিধানসভার অন্তর্গত ঝেরঝেরী গাঁও
সভার ৪ নং ওয়ার্ডের কনকপুর গ্ৰামে বিশুদ্ধ পানীয় জলের তীব্র অভাব দেখা দিয়েছে।
জানা গেছে বর্তমানে এলাকার জনসাধারণ কুয়া অথবা মাটিতে গর্ত করে জল সংগ্ৰহ করে
পানীয় জল হিসেবে ব্যবহার করছেন। যদিও এই গ্ৰামে প্রায় ২০ বছর আগে রিংওয়েল বসানো
হয়েছে, কিন্তু বর্তমানে
সেগুলো ব্যবহার করা যাচ্ছেনা বলে জানান এলাকার জনসাধারণ। তাছাড়া, এলাকাটি সমতল হওয়ার কারণে এই রিংওয়েল গুলির
গভীরতা মাত্র ১২ থেকে ১৬ ফুট। সেইসঙ্গে রিংওয়েল গুলি বসানোর শুরু থেকেই এর থেকে
পানীয় জল ব্যবহার করা যাচ্ছেনা বলেও অভিযোগ করেন স্থানীয় জনগণ। স্থানীয়
পঞ্চায়েত সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদ সদস্যদের কাছে বিশুদ্ধ পানীয় জলের দাবি জানিয়ে ও কোন লাভ
হয়নি বলেও জানান তারা। তাই অবিলম্বে এই এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে
দেবার জন্য এলাকার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ।
কোন মন্তব্য নেই