Header Ads

করোনা আক্রান্ত বন্যা এখন সুস্থতার পথে !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি এখন সুস্থতার পথে। রবিবার রাতে এমনটাই জানালেন তিনি নিজেই।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, আক্রান্ত হয়েছিলাম প্রায় ১০-১২ দিন আগে। এরপর বাংলাদেশ মেডিক্যালে চিকিৎসা হয় আমার। এখন বাসায় রয়েছি, শরীর ভালো। অনেকটাই সুস্থের পথে।

চিকিৎসকদের পরামর্শে আগামী মঙ্গলবার দ্বিতীয়বারের মতো আমার নমুনা নেওয়া হবে। আশা করছি এবার রেজাল্ট নেগেটিভ আসবে। কারণ শরীরে তেমন আর কোনো উপসর্গ নেই।
৬৩ বছর বয়সী সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বিংশ শতাব্দীর শেষভাগের একজন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী। কণিকা বন্দ্যোপাধ্যায়ের শিষ্যদের মধ্যে তাকেই সবচেয়ে জনপ্রিয় বলে গণ্য করা হয়। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘স্বাধীনতা পুরস্কার’ অর্জন করেছেন।
এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন সংগীতশিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.