সাংবাদিক রিপুল কলিতার মৃত্যুতে জাফা কামরূপ মহানগর সমিতির শোক প্রকাশ
নয়া ঠাহর গুয়াহাটিঃ প্রাগ চ্যানেলের ভিডিও ফটোগ্রাফি সাংবাদিক
রিপুল কলিতার মৃত্যুতে জাফা কামরূপ মহানগর সমিতি গভীর শোক প্রকাশ করেছে। সকলেই
তাঁর আত্মার সদগতি কামনা করছেন। সঙ্গে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা
জ্ঞাপন করেছে সভানেত্রী করবী বর শইকিয়া, সম্পাদক দিপাংকর মেধি, উপসভাপতি
সরিফুদ্দিন আহমেদ সহ প্রমুখ। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও রিপুল কলিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
 









 
   
   
 
 
 
 
কোন মন্তব্য নেই