Header Ads

দক্ষিণ করিমগঞ্জের গ্ৰামীণ রাস্তা বেহাল: সংস্কারে স্থানীয় জনগণ


জয়দীপ গোয়ালা, রামকৃষ্ণনগর : সম্প্রতি, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অধীনস্থ রাতাবাড়ি সংলগ্ন পলডহর গাঁও পঞ্চায়েত এলাকার ১ নং ওয়ার্ডের গ্ৰামীণ সড়কের অবস্থা বেহাল।  তাছাড়া, হিন্দু অধ্যুষিত বিভিন্ন এলাকায় সবকা সাথ সবকা বিকাশের বিপরীত দৃশ্যই পরিলক্ষিত হচ্ছে। সরকারি অবহেলা আর ভূয়ো প্রতিশ্রুতিতে নাভিশ্বাস উঠছে গ্ৰামের লোকজনদের।  তাই, নিজেরাই চাঁদা সংগ্রহ করে ঐক্যবদ্ধভাবে  গ্ৰামীণ সড়ক মেরামত করতে শুরু করেন। পাহাড় কেটে কোনরকম ভাবে চলাচলের উপযোগী করে তুলেন গ্ৰামীণ রাস্তাটি।  সম্প্রতি সাংবাদিকদের সামনে অভিযোগের সুরে গ্ৰামবাসীরা জানান, রাস্তা নির্মাণের জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ অর্থ মঞ্জুরি করে বিধায়ক আজিজ খানের মাধ্যমে শিলান্যাস হয়ে শুধুমাত্র ফলকবোর্ড ই লক্ষণীয় রয়েছে, কাজের কাজ কিছুই হয়নি বরং সাইনবোর্ড লাগিয়ে এলাকার ঠিকাদার, রাজনৈতিক নেতা ও বিভাগীয় কর্মকর্তারা  সরকারি অর্থ আত্মসাৎ করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয় বলে তারা জানান। তাছাড়া, ঐ রাস্তাটি দুটো গ্ৰামের প্রায় পাঁচ হাজার পরিবারের একমাত্র যাতায়াতের মাধ্যম। গ্ৰামবাসীরা কয়েকবার এনিয়ে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ খান এমনকি করিমগঞ্জের বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আশিষ নাথের সরাসরি দৃষ্টি আকর্ষণ করেও ভূয়ো প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাননি বলে অভিযোগ করেন। অবশেষে গ্ৰামবাসীরা নিজেই রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলেন। গ্ৰামের যুবকদের ও স্থানীয়দের এই সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন এলাকার বুদ্ধিজীবী মহল। তাছাড়া, গ্ৰামবাসীরা জানান,  অবিলম্বে এই গ্ৰাম্য রাস্তাটি সংস্কার করা না হলে আগামীতে তারা ভোট বয়কট করতে বাধ্য হবেন বলেও জানান। এদিন প্রতিবাদমুখর পরিবেশে সামিল ছিলেন সুরজ কুমার নাথ, অভিজিৎ নাথ সহ গ্ৰামের অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.