সামাজিক দূরত্বের ধ্বজা উড়িয়ে শিলান্যাসে জনসমাগম বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর
সানি রায়, আলগাপুর
: দেশের করোনা
ভাইরাসের মোকাবিলায় মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশকে
বৃদ্ধাঙ্গুলি ক্ষোদ বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর। সম্প্রতি,আলগাপুর
বিধানসভার অধীনস্থ এলাকায় একটি শিলান্যাস অনুষ্ঠানে প্রায় তিনশতাধিক জনগণের
উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশবাঁও জলে সরকারের নির্দেশনা। সামাজিক দূরত্ব
ও মাস্ক পরিধানের নামে একধরণের কটুক্তি বিধায়ক নিজামের। মাস্ক নাকি শুধু নেতা
মন্ত্রী দের জন্য সাধারণ জনগণের প্রয়োজন নেই বলে সরাসরি জনগণের সামনে মন্তব্য
করেন। এতে স্থানীয় সচেতন মহলের ব্যাপক তোলপাড় চলছে যদি আইন সভার সদস্য তথা
বিধায়ক হয়ে এমনটাই আইনের বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তাহলে সাধারণ জনগণ যে কতটুকু আইন
রক্ষা করবে তা এক সন্দিহান। তবে আরো ও মত প্রকাশ করেন যদি এদিনের শিলান্যাস
অনুষ্ঠান থেকে কেউ পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যায় তাহলে সর্বাবস্থায় দায়ী হবে
বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী বলে স্থানীয় সচেতন মহলের বক্তব্য।










কোন মন্তব্য নেই