Header Ads

প্রশান্ত কিশোরকে নিয়ে বিভাজন বাড়ছে তৃণমূলে--বুমেরাং আশঙ্কা একুশে !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
তৃণমূলের দায়িত্ব নিয়েই দলের ভাবমূর্তি ফেরানোর কাজে নেমে পড়েছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি 'দিদিকে বলো'র সাফল্যের রাস্তা ধরেই শুরু করেছিলেন 'বাংলার গর্ব মমতা' অভিযান। কিন্তু তৃণমূলের অন্দরেই প্রশান্ত-বিরোধী সুর উঠেছে। প্রশান্তের ভূমিকায় খুশি নন দলের তাবড় অনেক নেতা-নেত্রীই। একুশের আগে তাই চাপে তৃণমূল।

প্রশান্ত কিশোর সর্বাগ্রে দলের ভাবমূর্তি ফেরাতে গিয়েই রোষানলে পড়েছিলেন তৃণমূল নেতাদের। দলের ভাবমূর্তি ফেরানোর পাশাপাশি এক বিশেষ নেতার অনুগামী তৈরি ও তার সংখ্যা বৃদ্ধির ব্যাপারেও তিনি বিশেষ মনযোগী হয়েছিলেন বলেও বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। ফলে প্রশান্ত কিশোরকে নিয়ে দল দু-ভাগ হয়ে গিয়েছে। শুধু দলের নেতা-নেত্রীরাই নন, দলের শীর্ষস্থানেও বিভাজন স্পষ্ট হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করছেন, শুভেন্দু তখন চলছেন নিজস্ব রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তি জনপ্রিয়তাকে পুঁজি করে পৃথকভাবে।
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতার দুর্নীতি সামনে আসতেই প্রশান্ত কিশোর মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, এমনভাবে চললে ২০২১-এ কিছুতেই বাঁচানো যাবে না তৃণমূলকে। বুমেরাং হয়ে যাবে যাবতীয় পরিকল্পনা। তৃণমূলের প্রচার পরিকল্পনা রচনা ও রূপায়ণের দায়িত্বে যিনি, তাঁর মুখে এহেন কথা শোনার পরই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের একাংশ।
তৃণমূলের অন্দরেই চর্চা শুরু হয়েছে, প্রশান্ত কিশোর তৃণমূলের হয়ে প্রচার পরিকল্পনা রূপায়ণের এবং ভোট কৌশলের দায়িত্বে রয়েছেন। তিনি টাকার বিনিময়ে কাজ করছেন। তাঁকে তো কাজ না করতে পারলে টাকা ফেরত দিতে হবে। এ জাতীয় কটাক্ষ এখন সহ্য করতে হচ্ছে প্রশান্ত কিশোরকে। এই অশান্তি তৃণমূলের পরিকল্পনাকে বিপাকে ফেলে দিচ্ছে ২০২১-এর আগে।
রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, যে কোনও দলের সম্পদ দলের কর্মীরাই। তাঁরাই যদি প্রশান্ত কিশোরকে নিয়ে প্রশ্ন তুলে দেন, তাহলে তো সমস্যা বাড়বেই তৃণমূলের। শুধু প্রচার পরিকল্পনা বাধা পাবে তা নয়, তৃণমূলের সাফল্যের হারও কমে যাবে। দলের সুপ্রিমো এখন এই সমস্যা কীভাবে মেটান, সেটাই দেখার।
শিয়রে বিধানসভা ভোট। তার আগে যেভাবে দলের অন্দরে বিড়ম্বনা তৈরি হচ্ছে, তা সঙ্কটে ফেলে দেবে রাজ্যের শাসক দলকে। শাসক দলের অস্বস্তি বাড়তেই থাকবে। এতদিন বিরোধ থাকলেও, তা ছিল ভিতরে ভিতরে। কিন্তু ক্রমশই তা প্রকাশ্যে চলে আসছে। ফলে প্রশান্ত কিশোরেরও কাজ করা সমস্যা হয়ে যাবে। একুশের আগে তাই গভীর চিন্তার বাতাবরণ তৃণমূলের অন্দরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.