ওয়েব পোৰ্টালে ভুয়ো খবর প্ৰচারে সাইবার ক্ৰাইম আইনের অধীনে কড়া ব্যবস্থা নেওয়ার নিৰ্দেশ রাজ্যের মুখ্য সচিবের
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২০ জুনঃ রাজ্যে দিন দিন ওয়েব পোৰ্টালের সংখ্যা বাড়ছে। ওয়েব পোৰ্টালগুলিতে যাতে ভুয়ো খবর প্ৰচার না হয় এবার থেকে সাইবার ক্ৰাইম আইনের অধীনে সেদিকে নজর রাখছে সরকারের জনসংযোগ বিভাগ। কিছু কিছু পোৰ্টাল এবং সোশ্যাল মিডিয়ায় সাজানো ভুয়ো খবর প্ৰচার করতে দেখা গেছে। এর ফলে সমাজে নব প্ৰজন্মে নেতিবাচক প্ৰভাব পড়তে পারে, তাই সরকারের তরফ থেকে সমস্ত পোৰ্টালগুলিকে সতৰ্ক বাৰ্তা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শুক্ৰবার রাজ্যের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণের অফিসে একটি বৈঠক হয়। বৈঠকে ওয়েব পোৰ্টাল তথা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো এবং নেতিবাচক খবর প্ৰচার এবং সমাজে তার নেতিবাচক প্ৰভাব সম্পৰ্কে দীৰ্ঘ আলোচনা হয়।
ছবি, সৌঃ ইন্টারনেট
এদিনের এই আলোচনায় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের কমিশনার প্ৰীতম শইকিয়া এবং ডিরেক্টর অনুপম চৌধুরি। আলোচনার পর এবার থেকে সোশ্যাল মিডিয়া এবং ওয়েব পোৰ্টালগুলিতে ভুয়ো তথ্য প্ৰচার হলে সাইবার ক্ৰাইম আইনের অধীনে সেই পোৰ্টালের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নিৰ্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ।









কোন মন্তব্য নেই