Header Ads

বরাকে মুখ‍্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সংবাদ সম্মেলন বয়কট...



নয়া ঠাহর প্রতিবেদনঃ শিলচর: বরাক উপত্যকা সফরে এসে সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সুযোগ মিলেনি এবার রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের। সংবাদ সম্মেলন বয়কট করতে বাধ্য হলেন কাছাড় জেলার অধিকাংশ সাংবাদিকরা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের বরাক উপত্যকার তিনটি জেলা পরিদর্শন করে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা ছিল। পরবর্তীতে বিশেষ কারণে সূচী পরিবর্তন করা হলেও কাছাড় জেলা জনসংযোগ কর্মকর্তারা সংবাদ সম্মেলনের নির্দিষ্ট সময় দিয়েও সময়ের প্রাধান্য দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সংবাদ সম্মেলন বয়কট করতে বাধ্য হন। দুপুর বারোটায় সংবাদ সম্মেলনের নির্দিষ্ট সময় নির্ধারিত হলেও রাত সাতটা অবধি কোনো সংবাদ সম্মেলনের প্রস্তুতি ছিল না। একদিকে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীদের অশালীন আচরণ সাংবাদিকদের সঙ্গে, ছিল না কোনো পর্যাপ্ত বসার জায়গা, বা পানীয় জলের সুবন্দোবস্ত। সব মিলিয়ে উপত্যকার সব সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে উপস্থিত করা হলেও জনসংযোগ বিভাগের ব্যর্থতায় পরিশেষে সাংবাদিকরা দুঃখজনক অভিজ্ঞতা মিশ্রিত সংবাদ পরিবেশন করতে বাধ্য হন। তাঁরা সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা শাসকের অফিসের সামনে জেলা প্রশাসন হায় হায়, জনসংযোগ হায় হায় ইত্যাদি স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সংবাদ সম্মেলন বয়কট করে বেরিয়ে পড়েন। শিলচরের সাংসদ রাজদীপ রায় ও বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল লস্কর সাংবাদিকদের শান্তনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করেন। সাংবাদিকরা দিনভর অপেক্ষার পর অপর্যাপ্ত পরিকাঠামোর মধ্যে তাদেরকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে তাঁরা ফেটে পড়েন। শীঘ্রই জেলা প্রশাসন সহ জনসংযোগ বিভাগের দায়িত্ব পালনে একনিষ্ঠতা বজায় রাখতে আর্জি জানায় স্হানীয় বুদ্ধিজীবী মহল।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.