Header Ads

রামকৃষ্ণনগরে বিজেপির নতুন মণ্ডল কমিটি গঠন


জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : গত সোমবার রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডল অফিসে মণ্ডল সভাপতি বিকাশ রঞ্জন সিংহের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় নতুন মণ্ডল কমিটি ঘোষণা করেন করিমগঞ্জ জেলা বিজেপির সম্পাদক তথা নবনিযুক্ত রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডলের প্রভারী শিশুরোগ বিশেষজ্ঞ ডা: দেবতোষ পাল। সভায় উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক নির্মল বনিক, রাতাবাড়ি বিধানসভার বিধায়ক বিজয় মালাকার, জেলা সহ-সভাপতি হিমাংশু দেব, যুব মোর্চার সভাপতি সৌরভ দাস, মহিলা মোর্চার সভানেত্রী প্রতিমা নাথ সহ সভানেত্রী দীপালি দাস।
ঘোষিত পদাধিকারীরা হলেন :
১: মণ্ডল সভাপতি বিকাশ রঞ্জন সিংহ।
২: সহ সভাপতি- রঞ্জিত কর।
৩: সহ সভাপতি- রথিশ দেব।
৪: সহ সভাপতি-শ্রীনিবাস পাল।
৫: সহ সভাপতি-শঙ্কর পাল।
৬: সাধারণ সম্পাদক-সন্দীপ দত্ত।
৭: সাধারণ সম্পাদক-হিরেশ দাস।
৮: সম্পাদক-শঙ্কর দত্ত।
৯: সম্পাদক-দিব্যেন্দু চক্রবর্তী।
১০: সম্পাদক-লাভলি পাল।
১১: সম্পাদক- কনিকা নাথ।
১২: সম্পাদক- রাজলক্ষী সিনহা।
১৩: ট্রেজারার-সিবুল মালাকার।
সভায় মণ্ডলের আগামী দিনের দলীয় কার্যাবলী নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক বিজয় মালাকার। তিনি দলীয় কর্মীদের এলাকার প্রতিটি লোকের ঘরে ঘরে গিয়ে সম্পর্ক স্থাপন করে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার খবর নিয়ে ও সেই সমস্যাগুলো সমাধান করতে বিধায়ককে তথা তাকে অবগত করতে আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক নির্মল বনিক,প্রভারী দেবতোষ পাল ও জেলা সহ-সভাপতি হিমাংশু দেব। সভার শেষ পর্যায়ে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি বিকাশ রঞ্জন সিংহ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.