Header Ads

ইসারপার গ্ৰামে ব্যাঘ্রশাবক উদ্ধার


নয়া ঠাহর প্রতিবেদন, বালিপিপলা : আজ ভোরে লোয়াইরপোয়া রেঞ্জের অধীনস্থ ইসারপার গ্ৰামে সুলেমান উদ্দিন নামের একজন গ্ৰামবাসী একটি ব্যাঘ্রশাবক দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ব্যাঘ্রশাবকটিকে উদ্ধার করে লোয়াইরপোয়া রেঞ্জের বনবিভাগের কর্মী এস.এস.দাসের হাতে শাবকটিকে তুলে দেন। পরে সেখান থেকে শাবকটিকে করিমগঞ্জের ডি.এফ.ও অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ডি.এফ.ও-এর নির্দেশে বনকর্মীদের সহায়তায় ব্যাঘ্র শাবকটিকে কালাইন রেঞ্জের বড়াইল অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয় বলে বনবিভাগ সুত্রে খবরটি জানা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.