বাংলাদেশের হিন্দু -বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্ত ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত
ননী গোপাল ঘোষ, ১৮ জুনঃ
বাংলাদেশের সংখ্যালঘুদের সবচেয়ে বড় সংগঠন হিন্দু -বৌদ্ধ - খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম কৌঁসুলি রানা দাশগুপ্ত ও তাঁর স্ত্রী রিতা দাশগুপ্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । বৃহস্পতিবার তাঁদের দু'জনকেই চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে ।
রানা দাশগুপ্ত নিজেই সংবাদমাধ্যমকে ফোনে জানিয়েছেন, কিছুদিন ধরে তিনি চট্টগ্রামের বাড়িতেই ছিলেন । পাঁচ - ছয় দিন ধরে তাঁর জ্বর ছিল । গলাব্যথাও হয় । ওষুধ খাওয়ার পর গলাব্যথা কমে গেলেও জ্বর কমেনি।
দিনকয়েক আগে তিনি ও তাঁর স্ত্রীর করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। তারপরই বৃহস্পতিবার জানা যায় তাঁরা করোনা আক্রান্ত । বর্তমানে তাঁরা আইসোলেশনে ভর্তি আছেন । তবে জ্বর ছাড়া তাঁদের আর অন্য কোন উপসর্গ নেই।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া তাঁদের খোঁজখবর নিয়েছেন বলেও জানান বাংলাদেশ বাংলাদেশের এই বিশিষ্ট হিন্দু নেতা ।
বাংলাদেশের সংখ্যালঘুদের সবচেয়ে বড় সংগঠন হিন্দু -বৌদ্ধ - খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম কৌঁসুলি রানা দাশগুপ্ত ও তাঁর স্ত্রী রিতা দাশগুপ্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । বৃহস্পতিবার তাঁদের দু'জনকেই চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে ।
রানা দাশগুপ্ত নিজেই সংবাদমাধ্যমকে ফোনে জানিয়েছেন, কিছুদিন ধরে তিনি চট্টগ্রামের বাড়িতেই ছিলেন । পাঁচ - ছয় দিন ধরে তাঁর জ্বর ছিল । গলাব্যথাও হয় । ওষুধ খাওয়ার পর গলাব্যথা কমে গেলেও জ্বর কমেনি।
দিনকয়েক আগে তিনি ও তাঁর স্ত্রীর করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। তারপরই বৃহস্পতিবার জানা যায় তাঁরা করোনা আক্রান্ত । বর্তমানে তাঁরা আইসোলেশনে ভর্তি আছেন । তবে জ্বর ছাড়া তাঁদের আর অন্য কোন উপসর্গ নেই।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া তাঁদের খোঁজখবর নিয়েছেন বলেও জানান বাংলাদেশ বাংলাদেশের এই বিশিষ্ট হিন্দু নেতা ।








কোন মন্তব্য নেই