Header Ads

আইসিসি সভাপতি হওয়ার পথ পরিস্কার সৌরভের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীকে আইসিসির সর্বোচ্চ পদে দেখার আশা প্রকাশ করেছিলেন বেশ কয়েকজন তারকা প্রাক্তন ক্রিকেটার। এমনকি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রাহাম স্মিথ আইসিসি সভাপতি পদে সৌরভের পক্ষে সমর্থন জানিয়েছেন। কিন্তু সৌরভের থেকে আইসিসির নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি--এমন খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছিল ক্রিকেট অঙ্গন। তবে যাই হোক অবশেষে স্বস্তির খবর পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। কারণ আইসিসির সবোর্চ্চ পদের জন্য লড়ার খবর উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। তার সব ভাবনা পাকিস্তান ক্রিকেট নিয়ে। বিষয়টি তিনি গতকাল অনলাইন সাক্ষাৎকারে জানিয়েছেন।

আইসিসির বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহরের দায়িত্বের মেয়াদ শেষ হবে ক’দিন পরেই। বিসিসিআই এখনো সরাসরি কিছু না বললেও ভারতের সংবাদমাধ্যমগুলোর মতে, সৌরভই হতে পারেন আইসিসি সভাপতি পদের জন্য ভারতীয় বোর্ডের প্রার্থী।
এছাড়াও এহসান মানি সভাপতি হওয়ার প্রতিযোগিতায় না থাকায় পথ পরিস্কার হয়ে গেছে সৌরভের। সংবাদমাধ্যমের মতে, আইসিসি সভাপতি হওয়ার দৌড়ে রইলেন শুধু সৌরভ।
ক্রিকেটের অভিভাবক সংস্থার (আইসিসি) উচ্চপদে সৌরভের প্রতিদ্বন্দ্বী না হওয়ার বিষয়ে গতকাল অনলাইন সংবাদ সম্মেলনে এহসান মানি বলেন, ‘আমি নির্বাচন করছি না। এটাই সত্যি। সংবাদমাধ্যমে আগেও বলেছিলাম। এই খবরটি এসেছে ভারত থেকে। আমাকে বেশ কয়েকজায়গা থেকে বলা হয়েছে নির্বাচনের ব্যাপারে, আমি আগ্রহ দেখাইনি। আইসিসিতে আমার আগ্রহ শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেই সম্পৃক্ত। আমাকে প্রধানমন্ত্রী ইমরান খান ফোন করেছিলেন। কিন্তু আমি পাকিস্তান ক্রিকেটের কথা চিন্তা করেই কাজ করছি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.