অসমের বরপেটায় করোনা বিরোধী যুদ্ধের সকল সেনানীর সোয়াব টেস্টের কাজ শুরু
নয়া ঠাহর প্ৰতিবেদক, বরপেটা, ১৯ জুনঃ বিশ্বজুড়ে ত্ৰাস চালানো অতিমারি কোভিড-১৯এর বিরুদ্ধে লড়াইকে আরও গতি দিতে অসমের বরপেটায় ব্যপক হারে শুরু হয়েছে সোয়াব নমুনা টেস্টের কাজ। বরপেটা জালা প্ৰশাসনের অধীনে আগামী ২৭ জুনের মধ্যে ৩০০০ লোকের সোয়াব নমুনা টেস্ট করার লক্ষ্য রয়েছে। রাজ্যের সামাজিক নীরিক্ষণ কাৰ্যসূচি ‘নিশ্চয়তা’র অধীনে ব্যপক হারে সোয়াব টেস্টের এই অভিযান শুরু হয়েছে। কোভিড বিরোধী লড়াইয়ে প্ৰথম সারির যোদ্ধা যেমন ডাক্তার, পুলিশ জেলা প্ৰশাসনের অফিসার কৰ্মী, পরিবহন বিভাগ, সাৰ্কেল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, খাদ্য নিগমের কৰ্মচারী, বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে নিয়োজিত অফিসার, কৰ্মী, কোয়ারেন্টাইন সেন্টার থেকে মুক্ত হয়ে যাওয়া পরিবারের প্ৰথম পৰ্যায়ে পরীক্ষা করা হবে। জেলা তথ্য এবং জনসংযোগ আধিকারিক বিকাশ শৰ্মা জানান- গত ১৬ জুন থেকে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কাৰ্যালয়ে অফিসার-কৰ্মচারীদের সোয়াব নমুনা সংগ্ৰহের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কোয়ারেন্টাইন সেন্টার থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে যাওয়া লোকের পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে সোয়াব সংগ্ৰহ অভিযান শুরু হয়ছে।
স্বাস্থ্য বিভাগের লোক দৈনিক বিভিন্ন কাৰ্যালয় থেকে ৩৫০ টা করে নমুনা সংগ্ৰহের লক্ষ্য হাতে নিয়েছে। এই অভিযানে স্বাস্থ্য বিভাগের ৬০০ জন লোক, কমিশনার অফিসের ২০০ জন অফিসার-কৰ্মচারী এবং পুলিশ প্ৰশাসনের ৫০০ জনের সোয়াব নমুনার টেস্ট আগামী ২৭ জুনের মধ্যে সম্পন্ন করা হবে। কোভিড-১৯ বিরোধী কৰ্তব্যে নিয়োজিত অন্যান্য কাৰ্যালয়ের অফিসার-কৰ্মচারীদেরও সোয়াব নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জনসংযোগ অফিসার জানিয়েছেন।









কোন মন্তব্য নেই