গুয়াহাটিতে কোভিড-১৯ সামাজিক সংক্ৰমণের আতঙ্ক, কনটেনমেন্ট জোন বেড়ে হয়েছে ৮০
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, গুয়াহাটি, ১৭জুনঃ গুয়াহাটিতে হু হু করে বাড়ছে অতিমারি কোভিড আক্ৰান্তের লোকের সংখ্যা। কোভিড সংক্ৰমণ ঠেকাতে বাড়ছে কনটেনমেন্ট জোনের সংখ্যাও। নতুন করে আরও ২০ টি কনটেনমেন্ট জোনের সংখ্যা যোগ হয়েছে। সব মিলিয়ে বৰ্তমানে মহানগরে কনটেনমেন্ট জোনের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮০তে। রাজ্য সরকারের তরফ থেকে সামাজিক সংক্ৰমণের ঘোষণা করা হয়নি তবে মহানগরে সামাজিক সংক্ৰমণ শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মহানগরের এখনও একাংশ শ্ৰেণির লোকের মধ্যে কোভিড-১৯ এর ভয়াবহতা যে কতটা হতে পারে সে সম্পৰ্কে সচেতনতা সৃষ্টি হয়নি। এদিকে একাংশ সচেতন লোক সামাজিক সংক্ৰমণের আশঙ্কায় আতঙ্কে ভুগছেন। এক্ষেত্ৰে রাজ্য সরকারের তরফ থেকে ৩০ জুন পৰ্যন্ত মহানগরে র্যান্ডম কোভিড টেস্ট করা হচ্ছে। যদি কেউ নিজের শরীরে কোভিড-১৯ এর উপসৰ্গ দেখতে পান তিনি যেন নিঃশংকোচে মহানগরের বিভিন্ন ল্যাব রয়েছে, নিজের সুবিধা মতো যেকনোও একটি ল্যাবে গিয়ে নিজের সোয়াব নমুনা পরীক্ষা করান। সরকারের তরফ থেকে সাধারণ মানুষের কাছে এই সহযোগিতার আহ্বান করা হচ্ছে।
কামরূপ (মেট্ৰো)এর জেলা শাসক বিশ্বজিৎ পেগু মহানগরের যে সব জায়গায় কোভিড পজিটিভ ধরা পড়েছে সেই সব অঞ্চলগুলি সিল করে কনটেনমেন্ট জোন ঘোষণা করতে সাৰ্কেল অফিসারদের নিৰ্দেশ দিয়েছেন।
ছবি, সৌঃ জি প্লাস
বৰ্তমানে মহানগরের যে সব এলাকা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে সেগুলি হলঃ
১. বাথৌ নগর, গীতা মন্দির, ২. কৃষ্ণ নগর, গোশালা, ৩. সেন্ট্ৰাল জেল চত্ত্বর, লখরা(কিছুটা শিথিল করা হয়েছে), ৪. ইন্দ্ৰপুর পাহাড় এলাকা( মেডিক্যাল কলেজের কাছে), ৫. লিচুবাগান, হেঙেরাবাড়ি,৬. অরিহান্ত অ্যাপাৰ্টমেন্ট পানবাজার, ৭. শ্যামকুঞ্জ অ্যাপাৰ্টমেন্ট, লক্ষ্মীনগর, আর জি বরুয়া রোড, ৮. হাজোংবড়ি ভিলেজ, চন্দ্ৰপুর, ৯. ভাস্কর নগর বি ব্লক, ফাটাশিল, ১০. সরবভাটি, গুয়াহাটি, ১১. আটগাঁও, গুয়াহাটি, ১২. হিরাপাড়া গ্ৰাম (আজারা), ১৩. খ্ৰিস্টান বস্তি, গুয়াহাটি, ১৪. বিষ্ণুপুর, ভরলুমুখ, ১৫. শান্তিপুর, ১৬. সাতগাঁও. ১৭. শংকর নগর, লালগণেশ, ১৮. ধীরেনপাড়া গুয়াহাটি, ১৯. আটগাঁও-২, এস জে রোড, ২০. ল্যাম্ব রোড, গুয়াহাটি, ২১. কুশল নগর, বামুনিমৈদাম, ২২. বীরুবাড়ি, গুয়াহাটি, ২৩. আটগাঁও পুখুরিপাড়, গুয়াহাটি, ২৪. বৰ্ষাপাড়, গুয়াহাটি, ২৫. রূপনগর, গুয়াহাটি, ২৬. নেতাজি বিদ্যাপীঠ রেলওয়ে এইচ এস স্কুল, মালিগাঁও গুয়াহাটি, ২৭. ফাটাশিল চারালি, ২৮. শিলপুখুরি, গুয়াহাটি, ২৯. হাউসিং কলোনী, ঘোড়ামারা, গুয়াহাটি, ৩০. নেতাজি বিদ্যাপীঠ এইচ এস স্কুল, মালিগাঁও ক্যাম্পাস, ৩১. প্ৰাগজ্যোতিষ হাউসিং কলোনির ব্লক-এম, ঘোড়ামারা, ৩২. সাতগাঁও আৰ্মি ক্যাম্প, ৩৩. সিআইএসএফ ক্যাম্প, সেক্টর হিল, নুনমাটি রিফাইনারি, ৩৪. মঙ্গলদীপ রেসিডেন্সি, লালগণেশ, ৩৫. জি এস কলোনি, ফাটাশিল, ৩৬. টোকৌবাড়ি, গুয়াহাটি, ৩৭. কে সি সেন রোড, পল্টন বাজার, গুয়াহাটি ৩৮. শংকরপুর বীরুবাড়ি তিনালি, ৩৯. উজানবাজার রেলওয়ে কলোনি, ৪০. সরুমটোরিয়া, ৪১, গেম ভিলেজ, ৪২. গারোবস্তি, ৪৩. আহোমগাঁও, ৪৪. সরুমটোরিয়ার এসবিআই গেস্ট হাউস ৪৫. জু তিনালি, ৪৬. নবজ্যোতি নগর ৪৭. হেঙেরাবাড়ি, ৪৮. বি পি চালিহা নগর, ৪৯. সাগর অ্যাপাৰ্টমেন্ট, ৫০. জয়মতি নগর, ৫১. লোক কলোনী, পাণ্ডু, ৫২. নারায়ণ নগর, ভরলুমুখ, ৫৩. বরিপাড়া, মালিগাঁও, ৫৪. সোলাপাড়া, পল্টনবাজার, ৫৫. উলুবাড়ি, ৫৬. শ্ৰীমন্তপুর, ভাঙাগড়, ৫৭. উদয়পুর, বিরুবাড়ি, ৫৮. পল্টনবাজার, ৫৯. আকাশী নগর, বামুনিমৈদাম, ৬০. এ কে আজাদ রোড, ৬১. কে সি সেন রোড, পল্টন বাজার, ৬২. আশ্ৰম রোড, উলুবাড়ি বাজার, ৬৩. দেবেন শৰ্মা রোড, বিষ্ণুপুর, ৬৪. গোপীনাথ নগর, বিরুবাড়ি, ৬৫. আটগাঁও-৪, ৬৬. গোপীনাথ নগর বিরুবাড়ি-২, ৬৭. ফেরী ঘাট, পাণ্ডু, ৬৮. বিষ্ণুপুর-৩, ৬৯. মালিগাঁও রেস্ট ক্যাম্প, ৭০, বিমলা নগর, বিষ্ণুপুর, ৭১, গজেন কলিতা পথ, কুমারপাড়া, ৭২.আটগাঁও-৩, ৭৩. লতাশিল, ৭৪. শান্তি নগর, ৭৫. ধীরেনপাড়া-৩, ৭৬. কলোনীবাজার, কাহিলিপাড়া, ৭৭. বামুনপাড়া, দামোদর নগর বেতকুচি, ৭৮. শংকর নগর ওদালবাক্ৰা, ৭৯. ইটাভাটা, ধীরেনপাড়া, ৮০. জোগীপাড়া আজারা, ৮১. বরঝাড়, আজারা।
কোন মন্তব্য নেই