Header Ads

বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর এর করোনা শীর্ষক গ্রন্থ প্রকাশ পাচ্ছে


নয়া ঠাহর, গুয়াহাটিঃ করোনা ভাইরাস আজ সারা বিশ্বকে গ্রাস করেছে।  এর জন্যে  মানুষের আকাশ সমান লোভ, বিলাসবহুল জীবন, আধুনিক লাইফ স্টাইল, পরিবেশ প্রকৃতি কে অবজ্ঞা করা, সাংঘাতিক হারে পানীয় জল অপচয়, নদ নদী, পাহাড় জঙ্গল সব ধ্বংস,  আকাশ বাতাস মাটি  দূষিত  এই সবের চরম পরিণতি করোনার সংক্রমণ, এই প্রসঙ্গে প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী  তথা উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থ র এক  মন্তব্য স্মরণ করিয়ে  দেওয়া যেতে পারে তিনি বলেছেন, ঈশ্বরের সৃষ্টি করা শ্রেষ্ঠ জীব মানুষ, কিন্তু প্রকৃতির সঙ্গে মানুষের  দুর্ব্যবহারের ফলেই করোনা  নামের  বিপদের  মুখোমুখি  দাঁড়িয়ে সমগ্র  মানব সভ্যতা ।  করোনা উদ্ভূত জটিল পরিস্থিতি ও লকডাউনের  সময়  বিভিন্ন সংবাদপত্র , সোশ্যাল মিডিয়া  থেকে উপাদান সংগ্রহ করে    বাংলা  নিউজ পোর্টাল নয়া ঠাহর একটি গ্রন্থ প্রকাশ করছে। পরিবেশ প্রকৃতি, জল  সংরক্ষণ কে  অগ্রাধিকার দিয়ে  গ্রন্থটি সাজানো হয়েছে। সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আমাদের করোনা   শীর্ষক  গ্রন্থটি প্রকাশ পাচ্ছে।  গ্রন্থটির প্রচ্ছদ  শিল্পী নয়া  দিল্লির অরূপ গুপ্ত।  গ্রন্থটির উদ্বোধনী দিনে লামডিং  রেল শহরের মহিলাদের  সামাজিক ও  সাংস্কৃতিক  সংগঠন  নন্দিনী র অনলাইন অনুষ্ঠানে  সম্প্রচারিত হবে।  নয়া ঠাহর গোষ্ঠী  সবার   সহযোগিতা কামনা করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.