Header Ads

আমেরিকা থেকে আসা তেল বিশেজ্ঞরা কয়রেন্টিনে, তাই বাঘজানের তেলকূপে আগুন নিভতে দেরি হচ্ছে


অমল গুপ্ত, গুয়াহাটি : তিনসুকিয়া জেলার ডুমডুমা পুলিশ থানার অর্ন্তগত বাঘজানের তেলকূপ থেকে প্রচন্ড আগুনের সঙ্গে প্রাকৃতিক গ্যাস, তেল সমানে নির্গত হচ্ছে আজ প্রায় ২০ দিন হল, আগুন নেভানো যায়নি নাম প্রকাশ করা যাবে না এই শর্তে একজন বাঘজান থেকে জানান, করোনার প্রভাব পড়েছে বাঘজানেবিশ্বে করোনার ফলে সব থেকে বেশি আক্রান্ত আমেরিকা থেকে এবং কানাডা থেকে তিনজন তেল বিশেযজ্ঞ এলেও তাদের কয়রেন্টিনে রাখা হয়েছে ১৪ দিন সম্পূর্ণ হলেই আগুন নেভানোর কাজে হাত দেবেন সিঙ্গাপুরের তিনজন বিশেযজ্ঞ এই কাজে সফল হননিঅয়েল ইন্ডিয়া কেন্দ্রীয় সরকার এখন সেনাবাহিনীকে মোতায়েন করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেএর আগে বছর দশেক আগে ডিকম তেলকূপে আগুন লেগেছিল আগুন নেভাতে ৪৫ দিন লেগেছিলদেশের প্রকৃতি প্রেমীরা প্রশ্ন তুলেছে মাত্র দু-আড়াই কিলোমিটারের মধ্যে দেশের বিখ্যাত বুনো ঘোড়া, বাঘ, হাতি, চিতা প্রভৃতি বিপন্ন প্রজাতির অভয়ারণ্য ডিব্রু সাইখোয়া এবং দেশ-বিদেশের পরিযায়ী পাখীদের জন্য বিখ্যাত মাগুড়ি মতাপুং বিল, প্রতিবছর চীন, সাইবেরিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশের তীব্র ঠান্ডার সময় উষ্ণতার খোঁজে হাজার হাজার পাখি ডিসেম্বর-জানুয়ারি মাসে আসে। মাস পাঁচেক থেকে ফিরে যায়সাদা ডানার বুনো হাঁস এক বড় মাপের বুনো হাঁস আর আসে না পাটকাই অভয়ারণ্যে আকাশচুম্বী গাছ হলং গাছে বাসা বাঁধে, আজ আসা কমে গেছেএক প্রকৃতি প্রেমী জানালেন, মাগুড়ি বিলে ব্ল্যাক ব্রেস্টেড প্যারোট বিল, মারসি বাবলার, সোয়াম্প প্রিন নিয়া, জর্ডন বাবলার প্রভৃতি বিরল প্রজাতির পাখি এসে মাগুড়ি বিলকে কলকাকলিতে মুখরিত করে তোলে 
আগামী ডিসেম্বর মাস থেকে সেই সব বিপন্ন প্রজাতির পাখি আসবে তো? ২০ দিন ধরে তীব্র শব্দ করে মৃদু ভূমিকম্পের মত মাটিকে কাঁপিয়ে তেল গ্যাস উদ্গীরণ হচ্ছে তেল গ্যাস ধূমা, খনিজ তেল মাগুড়ি বিলে ব্যাপক প্রভাব পড়েছে কিছুটা দূরে হলেও ডিব্রু সাইখোয়া নদ অভয়ারণ্যে বিষাক্ত ধোঁয়া গ্রাস করেছে সাধারণ ধোঁয়া নয়, তেল গ্যাস বিষের ধোঁয়া, সবুজ ধ্বংস করার পক্ষে যথেষ্ট পশু পাখিদের স্বাস্থ্যের ভয়ানক ক্ষতি হবে বলে প্রকৃতি প্রেমীরা প্রশ্ন তুলেছেবড় প্রশ্ন, এক অভয়ারণ্যের কাছে অয়েল তেল খননের কে অনুমতি দিয়েছে? আরও টি তেলকূপ আছে, বাঘজান অঞ্চলেমুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বাঘজান অঞ্চলে ঘন ঘন ভূকম্পনের কারণ জানার জন্য উত্তর-পূর্ব বিজ্ঞান এবং প্রযুক্তি বিদ্যা প্রতিষ্ঠান বা নেস্টকে দায়িত্ব দিয়েছেনতাদের সহযোগিতা করবে গুয়াহাটি আই আই টি এছাড়াও বাঘজানের জৈব বৈচিত্র্য এর কি ধরণের ক্ষতি হয়েছে তা দেখার জন্যে বন বিভাগকে এক সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.