অসমে প্রথম সাংবাদিক করোনাতে আক্রান্ত, অসুস্থ অবস্থাতেও হিমন্তবিশ্ব শর্মা শিক্ষা নিয়ে সিদ্ধান্ত
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে তিনজন সাংবাদিক করোনা সংক্রমণে মারা
গেছেন। অসমে কাল এক সাংবাদিক করোনাতে আক্রান্ত হয়েছে। জাতীয় চ্যানেল আজতক-এর
সাংবাদিক অজয় মোড়, গুয়াহাটি রিহাবাড়ি অঞ্চলের বাসিন্দা, তিনি আক্রান্ত
হওয়ায় সমগ্র এলাকা কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। গুয়াহাটিতে
মারাত্মকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ১০০ কাছাকাছি কন্টেনমেন্ট জোন, রাজ্যে সন্ধ্যা পর্যন্ত চার হাজার ৩২০ জন
আক্রান্ত, ২২০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্যমন্ত্রী
হিমন্তবিশ্ব শর্মা অসুস্থ অবস্থাতেও কাজ করে যারছেন। আজ তিনি ভট্টদেব
বিশ্ববিদ্যালয় রবীন্দ্র নাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় এবং মাধব দেব বিশ্ববিদ্যালয়ে চলিত
বর্ষে উচ্চতর মাধ্যমিক শ্রেণীতে ভর্তির আদেশ দিলেন। বিশ্ববিদ্যালয় তিনটি উন্নয়নের
স্বার্থে, ভর্তি বন্ধ করা হয়েছিল, কিন্তু কোভিড
সংক্রমণের প্রেক্ষিতে, ছাত্রছাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে নাম ভর্তির
সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী শর্মা। তিনি ঘরে বসে সরকারি কাজ করছেন।
কোন মন্তব্য নেই