Header Ads

মণিপুরে পালাবদল আসন্ন, নয় বিধায়ক বিজেপি জোট ছাড়লেন

নয়া ঠাহর ওয়েব ডেস্ক --  ১৮জুন
উত্তর -পূর্বের রাজ্য মণিপুরে কংগ্রেস প্রায় ক্ষমতার দোড়গোড়ায় পৌঁছে গেছে । তিন বিজেপি বিধায়ক সহ মোট নয় বিধায়ক কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহের পাশে  দাঁড়িয়েছেন।

ছবি, সৌঃ ইন্টারনেট

ন্যাশনাল পিপলস পার্টির  ( এনপিপি) চার বিধায়ক -- উপমুখ্যমন্ত্রী ইয়োমনাম জয়কুমার সিংহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এল জয়ন্তকুমার সিংহ, মন্ত্রী লেটপাও হাওকিপ ও উপজাতি বিষয়ক মন্ত্রী এন কেইশি বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন তুলে নিয়েছেন। জিরিবামের নির্দল বিধায়ক শাহাবুদ্দিন ও তৃণমূল  কংগ্রেসের একমাত্র বিধায়ক টি রবীন্দ্র সিংহও কংগ্রেসের দিকেই সমর্থনের হাত বাড়িয়েছেন।

বিজেপির অন্তর্দলীয় কোন্দল ধরা পড়েছিল আগেই । যখন গতবছরের অক্টোবরে মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহ ও বিজেপি নেতা রাজ্যের মন্ত্রী টি বিশ্বজিত সিংহ আলাদাভাবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে দিল্লি পৌঁছে গিয়েছিলেন ।

এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই খুশি কংগ্রেস  শিবির । মণিপুর কংগ্রেসের মুখপাত্র নিংগোমবাম ভি মেইতেই জানিয়েছেন, দেশে বিজেপি শাসনের অবসান শুরু হয়েছে । আজ এটা ইম্ফল , মণিপুরে হবে খুব শীঘ্রই । তিনি আরো বলেন , তিনবারের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংহ ফের নতুন মুখ্যমন্ত্রী হবেন মণিপুরের ।

কংগ্রেস রাজ্যে সরকার গড়ার  দাবি জানিয়েছে । রাজ্যপাল নাজমা হেপতুল্লার  কাছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছে ।

মণিপুরের দ্বায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় নেতা প্রহ্লাদ সিংহ প্যাটেল জানিয়েছেন, দলীয় নেতৃত্ব মণিপুরের বিষয়ের উপর নজর রেখেছে ।

বিজেপি ছেড়ে যাওয়া তিন বিধায়ক হলেন এস সুভাষচন্দ্র  সিংহ, টি টি হাওকিপ ও স্যামুয়েল জেনদাই।

মণিপুরের ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ২৮-টি আসন। বিজেপি ঝুলিতে পুড়েছিল ২১ -টি আসন। সংখ্যাগরিষ্ঠতা কেউ না পেলেও এনপিপি, নাগা পিপলস ফ্রন্ট  ( এনপিএফ), তৃণমূল কংগ্রেস  ও নির্দল বিধায়কদের নিয়ে জোট সরকার গড়েছিলেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহ ।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.