Header Ads

রাজ্যপাল জগদীশ মুখী আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা করেন



অমল গুপ্ত, গুয়াহাটি : দেশের সঙ্গে অসমেও ভার্চুয়াল বা অপার্থিব সভা, সমিতি শুরু হয়েছে সবটাই কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন, হোয়াটস আপ, ফেসবুক ইউটিউব, টিভিকে কেন্দ্র করেবিদ্যুৎ ছাড়া এইসব চলে?   কতজনের হাতে দামি এন্ড্রোয়েড স্মার্টফোন আছে?  অসম আজও বিদ্যুৎ উৎপাদনে স্বাবলম্বী হয়ে উঠতে পারেনিরাজ্যের প্রয়োজন প্রতিদিন ১৬,১৭ শো মেগাওয়াট নিজস্ব উৎপাদন ৩৫০ মেগাওয়াটের মতো বাকি সবটা জাতীয় গ্রিড থেকে চড়া দামে বিদ্যুৎ কিনতে হয়আজ গুয়াহাটিতে রাজ ভবনে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হলোভার্চুয়াল যোগ দিবস আমট্রন কোম্পানি ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব প্রভৃতির অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগসূত্র স্থাপন করে দেয়রাজ্যপাল জগদীশ মুখী, ফার্স্ট লেডি প্রেমমুখী এই যোগ অনুশীলনের সূচনা করেনরাজ্যপাল আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, যোগবিদ্য মানুষের মন সতেজ রাখে, শরীর সুস্থ রাখেএই দিবসে মারোয়ারি যুবমোর্চা, অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সমিতি, লায়ন্স ক্লাব, এফ আই সি সি আই, সি আই আই, ব্যতিক্রম মাসডো প্রভৃতি সংগঠন অংশগ্রহণ করেছেইন্ডিয়ান যোগ কালচার অ্যান্ড থেরাপি সেন্টারের প্রধান দিব্যজ্যোতি ডেকা যোগ অনুশীলন পরিচালনা করেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.