Header Ads

শুধু চিনা পণ্য নয় , এবার চিনা খাবার বয়কটের ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ১৮ জুনঃ দেশ জুড়ে চিনা পণ্য বয়কটের ডাক উঠেছে । চিনা অ্যাপ বয়কটের ডাক উঠেছে । এর মধ্যেই কেন্দ্রীয় ন্যায় ও সশক্তিকরণ দফতরের প্রতিমন্ত্রী রামদাস আথাওয়ালে বললেন , ভারতের উচিত সমস্ত চিনা পণ্য বয়কট করা। সঙ্গে চিনা খাবার পরিবেশন করে এমন হোটেল, রেস্তারাঁও বন্ধ করে দিতে হবে ।

লাদাখে চিনা সেনার হাতে ভারতীয় জওয়ানদের মৃত্যুর পর নতুন করে চিনের বিরোধীতা শুরু হয়েছে দেশে । চিনা পণ্য আগুনে পোড়ানো হয়েছে কোথাও কোথাও । কিন্তু চিনা খাবার বয়কটের ডাক এই প্রথম উঠল।
একটি টুইটে রামদাস আথাওয়ালে বলেছিলেন, চিন বিশ্বাসঘাতক দেশ। দেশের মানুষের উচিত যে কোনওরকম চিনা খাবার বয়কট করা ।


উত্তরপ্রদেশের এক প্রাক্তন বিধায়ক চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ছবিতে কুঠার দিয়ে আঘাত করেছিলেন । পরে তাঁর সমর্থকেরা ছবিটি পুড়িয়ে ফেলেছিলেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.