Header Ads

মেঘালয়ায় সুস্থ হলেন আরও একজন করোনা আক্রান্ত


ননী গোপাল ঘোষ, শিলং, 12 জুন : শুক্রবার মেঘালয়ার মুখ্যমন্ত্রী কনরাড সাংমা টুইট করে জানিয়েছেন, উত্তর গারো পাহাড় জেলার এক করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। দু'বারের পরীক্ষার পর ফলাফল নেগেটিভ এসেছে। মেঘালয়ায় এর ফলে করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়াল 24 জনে। সেরে উঠেছেন 19 জন। মৃত এক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.