Header Ads

' ফুল লকডাউন হবে মহারাষ্ট্রে'- এই গুজব ঠেকাতে পাল্টা টুইট মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের


নয়া ঠাহর ওয়েব ডেস্ক, 12 জুনঃ করোনা সংক্রমণে এমনিতেই জেরবার মহারাষ্ট্র। এর মধ্যেই গুজব ছড়াল যে, মহারাষ্ট্রে ফের ফুল লকডাউন হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ছয়লাপ হয়ে পড়েছে এই গুজব।
গুজব ঠেকাতে এইবার আসরে নামতে হল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের অফিসকে। মুখ্যমন্ত্রীর অফিস থেকে টুইট করে বলা হয়েছে, নতুন করে লকডাউন জারি করা হবে না। মুখ্যমন্ত্রী জনগণের কাছে আবেদন জানাচ্ছেন, আপনারা ভিড় করবেন না। সরকারের নির্দেশিকা মেনে চলুন। নিজেদের নিরাপত্তার জন্য সতর্ক হোন।
গুজব ছড়িয়েছিল 15 জুন থেকে মহারাষ্ট্রে চালু হতে চলেছে পুরোপুরি লকডাউন। বুধবার উদ্ধব ঠাকরের করা এক টুইট থেকেই শুরু হয়েছিল গুজবের এই জল্পনা। উদ্ধব বলেছিলেন,  সাধারণ মানুষ যদি নিরাপত্তা সংক্রান্ত গাইডলাইন মেনে না চলেন তবে ফের লকডাউন করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.