Header Ads

কালাইন রেঞ্জে তেরো বানরের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে তৎপর বনবিভাগ

শুভ সুন্দর দেব চৌধুরী, বদরপুর: প্রকৃতির সংসারে বেঁচে থাকার অধিকার প্রতিটি প্রাণীর আছে। মানুষ ও জীবকুল সবাই প্রকৃতির কোলে চলাফেরা করে প্রকৃতির নিয়ম মতোই। জীবনে বাঁচা বাড়ার অধিকার সবার সমান। ঈশ্বর বিদ্যা বুদ্ধিতে মানুষকে শ্রেষ্ঠত্বের স্থান দিয়েছেন এ জগতে। তবুও আজ উন্মুক্ত মানুষের দাম্ভিকতা। অরণ্য না থাকলে মানুষ ও প্রাণীজগৎ উভয়ই  অসহায়।
    সম্প্রতি তেরোটি বানরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা করিমগঞ্জ বনবিভাগের কাতিরাইল এলাকা  রেঞ্জের আয়ত্বাধীন কালাইন রেঞ্জের মধ্যে শিয়ালটেক বীট আওতায় পড়ে। এ বীট অফিস এলাকার, কাতিরাইল জল সরবরাহ প্রকল্পের জলের ট্যাঙ্কিতে তেরোটি বানরের অস্বাভাবিক মৃত্যুর কারণ প্রকাশ্যে আনতেই পশুপ্রেমীরা সঠিক তদন্তের দাবি করছেন বনবিভাগের কাছে। খবর পেয়ে এই ঘটনার তদন্তে নেমেছেন অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অব ফরেস্ট করিমগঞ্জ হেডকোয়ার্টার ডঃ সৌমিত্র দাস, কালাইন রেঞ্জের রেঞ্জ অফিসার পিঙ্কু সিনহা, ফরেস্টির ভোলানাথ পুরকায়স্থ ও পরিতোষ দে ফরেষ্টির এবং  শিয়ালটেকের বীট অফিসার দেবাশীষ দত্ত ও তার সহকর্মীরা। ঘটনার বিবরণে জানা যায় তেরোটি মৃত বানরকে ময়নাতদন্তের জন্য কালাইন পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক বিবরণে প্রকাশ বিষক্রিয়ায় আক্রান্ত হয়েই বানরগুলোর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে মৃত বানরগুলির ভিসেরা শিলচর জিলা পশু চিকিৎসালয়ে পাঠানো হয়েছে বলে এক বিশেষ সূত্রে জানা গেছে। এদিকে আসল সত্য খুঁজে পেতে বনবিভাগ তাদের জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। অবশ্য ধড়পাকড়ের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে, আসল রহস্য উদঘাটনের অপেক্ষায় উদগ্রীব এলাকার পশুপ্রেমী স্থানীয় জনসাধারণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.