Header Ads

চিনা কম্যান্ডিং অফিসারের মৃত্যু মানল চিন

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ২২ জুন
গালওয়ানে ১৫ জুন রাতে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মির ( পিএলএ) কম্যান্ডিং অফিসারের মারা যাওয়ার কথা মেনে নিল চিন। চিন নিয়ন্ত্রিত মলডো এলাকায় দ্বিপক্ষীয় কোর কম্যান্ডার স্তরের বৈঠকে চিন সেনার তরফে কম্যান্ডিং অফিসার সহ কয়েকজন চিনা সেনার মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে । এই প্রথমবারের মতো চিন তাদের সেনাদের মৃত্যুর খবর মেনে নিল ।
 ছবি, সৌঃ ইন্টারনেট
রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার প্রধানদের বৈঠকে স্থির করা হয়েছিল , এলওসি'তে পরিস্থিতি মোকাবিলায় সেনাকে " ফ্রি হ্যান্ড " দেওয়া হবে । সেনা সূত্রের খবর , সোমবার দুপুরে শুরু হওয়া বৈঠকে ভারত প্রস্তাব দিয়েছে, 4 মে'র আগের অবস্থানে পিছিয়ে যাক দুই বাহিনী ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.