Header Ads

শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রায় সায় শীর্ষ আদালতের

 ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ২২ জুন
দিন কয়েক আগে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুরীর রথযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল শীর্ষ আদালত । শীর্ষ আদালতের এই রায় পুনর্বিচারের আবেদন করেছিল কেন্দ্র ও ওড়িশা সরকার । শেষমেশ এই প্রেক্ষিতেই শেষ পর্যন্ত রথযাত্রা উৎসবে ছাড় দিয়েছে শীর্ষ আদালত ।


শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন মামলাটি শোনেন। সঙ্গে ছিলেন বিচারপতি এ এস বোপান্না এবং দীনেশ মাহেশ্বরী । বিচারপতিরা জানিয়ে দেন , পুরী ছাড়া আর কোথাও রথযাত্রা হবে না । জনস্বাস্থ্য নিয়েও যে কোনও আপোস করা যাবে না তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে । কেন্দ্র , রাজ্য ও পুরীর মন্দির কমিটিকে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে । পুরীর মন্দিরের তরফে রাজ্যের গাইডলাইন মেনেই উৎসব পালনের কথা বলা হয়েছে ।
 
শীর্ষ আদালত এও স্পষ্ট করে দিয়েছে শুধু পুরীর রথের ক্ষেত্রেই এই অনুমতি কার্যকর হবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.