Header Ads

অন্তঃসত্ত্বা সফুরা জারগরের জামিন খারিজে দিল্লি পুলিশের যুক্তি তিহাড় জেলে গত ১০ বছরে ৩৯ টি শিশু জন্মেছে

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ২২ জুনঃ জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার ও ছাত্র আন্দোলনের পরিচিত মুখ অন্তঃসত্ত্বা  সফুরা জারগর বর্তমানে বন্দি রয়েছেন তিহাড় জেলে। গত ১০ এপ্রিল ডিসেম্বরের এনআরসি-- সিএএ বিরোধী আন্দোলনে সামনের সারিতে থাকা সফুরাকে দিল্লি হিংসায় ইন্ধন জুগিয়েছেন বলে অভিযোগে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ ।

ছবি, সৌঃ ইন্টারনেট

আদতে কাশ্মীরের মেয়ে সফুরাকে মানবিকতা ও স্বাস্থ্যের কারণে জামিনের আবেদন করা হয়েছিল । তিনবার সফুরার জামিনের আর্জি খারিজ হওয়ার পর মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে । সেখানে জামিন খারিজ করার সপক্ষে যুক্তি দিতে গিয়ে দিল্লি পুলিশ জানায় , গত ১০ বছরে ৩৯ জন মহিলা তিহাড় জেলে সন্তান প্রসব করেছেন । এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় । তাঁদের সন্তানের জন্মে কোনও   অসুবিধা হয়নি। আইন আইনের পথে চলেছে ।


পুলিশের দাবি, সফুরার স্বাস্থ্যের বিষয়টি কোনও ভাবেই সমস্যায় পড়ছে না। জেলে তাঁকে আলাদা কুঠুরিতে রাখা হয়েছে । পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে । চিকিৎসক নিয়মিত দেখে যাচ্ছেন তাঁকে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.