Header Ads

চীন থেকে পেপার আমদানি, পাঁচগ্রাম জাগিরোড পেপার মিল ধ্বংস করা হচ্ছে অভিযোগ শ্রমিক সংগঠনের


নয়া ঠাহর, গুয়াহাটি : কাছার পেপার মিলের শ্রমিক সংগঠনের নেতা মানবেন্দ্র চক্রবর্তী আজ প্রধানমন্ত্রী, থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের কাছে জরুরি বার্তা পাঠিয়ে অবিলম্বে চীন থেকে পেপার কেনা বন্ধের দাবি জানিয়েছেন। তিনি আজ বলেন, ভারতীয় সেনাদের নৃশংসভাবে হত্যা করেছে চিন সরকারবিনা প্ররোচনায় ভারতের সীমান্তে ঢুকে হামলা চালিয়েছেতাদের কাছ থেকে পেপার আমদানি করে ভারত সরকার অসমের একমাত্র ভারী শিল্প পেপারমিল দুটি ধ্বংস করে দিলো। জাগিরোড আর পাঁচগ্রাম পেপার মিল দুটির অনেক সম্ভবনা ছিলচাকরি না থাকা অভুক্ত শ্রমিকরা তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, আর ভারত সরকার শ্রমিকদের পেটে লাঠি মেরে চিন থেকে লক্ষ লক্ষ মেট্রিক টন পেপার আমদানি করছে বলে অভিযোগ করেন। পাটনা, দিল্লি, বেনারস, কানপুরের সঙ্গে গুয়াহাটি ফেন্সিবাজারের ব্যাবসায়ীরা আজ চীনা সামগ্রী বর্জন করার ডাক দেন। শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তাদের ছবিতে মোমবাতি, প্রদীপ জ্বালান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.