Header Ads

হাইলাকান্দি জেলায় আজমল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রীর প‍্যাকেজ বিতরণ

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : বর্তমানে লকডাউন চলাকালীন বিভিন্ন সমস্যায় পড়েছেন দেশ সহ গোটা রাজ্যের জনসাধারণ। এরই পরিপ্রেক্ষিতে আজমল ফাউন্ডেশনের (সি ই ও) মৌলানা বদরুদ্দিন আজমল জনসাধারণের মধ্যে ত্রাণ হিসেবে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করার সিদ্ধান্ত নেন। সেই মর্মে আজমল ফাউন্ডেশনের সঞ্চালক ডঃ খছরুল ইসলামের তত্বাবধানে এবং আজমল ফাউন্ডেশনের সকল কর্মীগণের সহায়তায় ইতিমধ্যে লকডাউন চলাকালীন বিভিন্ন সমস্যায় পড়া মানুষদের মধ্যে প্রায় ১ লক্ষ ৭০ হাজারের ও অধিক খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার হাইলাকান্দি জিলায় ২ দিনের কার্যসূচিতে উক্ত জিলার  লালা শহরে, লালা ব্যবসায়ী সংস্থার সহযোগিতায় শহরের হরি মন্দির প্রাঙ্গণে এবং অসম মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল ঘাড়মুড়া, রামনাথপুর, গারদপুঞ্জী, রেমাপুঞ্জী, বরুণছড়া ইত্যাদি অঞ্চলে বসবাস করা রিয়াং জনজাতিদের মধ্যে সর্বমোট ৬৫০ টি খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন কাটলিছড়া সমষ্টির বিধায়ক সুজামুদ্দিন লস্কর সহ আজমল ফাউন্ডেশনের কর্মকর্তাগণ। তদুপরি, লালা হরি মন্দির প্রাঙ্গণে লালা ব্যবসায়ী সংস্থার সভাপতি বিপ্র কুমার নাগ এবং অসম মিজোরাম সীমান্তবর্তী অঞ্চলের রিয়াং জনজাতির লালরুপিয়া রিয়াং, পিতারাম রিয়াং এবং শম্ভু রিয়াং উপস্থিত থেকে আজমল ফাউন্ডেশনের এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আজমল ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলে এক প্রেস বার্তায় খবরটি জানান হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.