Header Ads

ত্রিপুরায় প্রথম করোনায় আক্রান্ত একজন রোগীর মৃত্যু


বিপ্লব বৈদ্য, আগরতলা : ত্রিপুরায় প্রথম করোনা রোগীর মৃত্যু হল মঙ্গলবারত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলের সন্ধ্যায় টুইট করে জানান এই খবর৪৮ বছর বয়সী মৃত বিশ্ব কুমার দেববর্মার বাড়ি রাজধানী আগরতলা লাগায়ো মোহনপুর মহকুমার চাঁচুবাজার এলাকায় মে পক্ষাঘাত উচ্চরক্তচাপ জনিত সমস্যা নিয়ে ভর্তি হন ত্রিপুরার প্রধান হাসপাতাল আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালেহাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত জুন করোনা পজিটিভ ধরা পড়ে তাঁর শরীরে এপ্রিল প্রথম করোনা ধরা পড়ে ত্রিপুরায়গোমতী জেলার একান্ন পীঠের অন্যতম ত্রিপুরাসুন্দরী মন্দিরের কাছে এই মহিলার বাড়ি১০ এপ্রিল করোনা ধরা পড়ে আরেক ত্রিপুরা রাজ্য রাইফেলস জওয়ানের১৯ মার্চ একই ট্রেনে গুয়াহাটি থেকে আগরতলায় ফেরেন দুইজনইকাম্যাখা দর্শনে পরিবারের সঙ্গে গুয়াহাটি গিয়েছিলেন এই মহিলাতারা দু'জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেনমে মাসের গোড়ার দিকে ব্যাপক সংক্রমণ ঘটে বিএসএফেবিএসএফের ১৩৮ ৮৬ বাহিনীর আধিকারিক, জওয়ান তাঁদের পরিবারের লোকজনের মধ্যে ব্যপক সংক্রমন ঘটেরাজ্যের কড়া চিঠির জেরে নজিরবিহীনভাবে সরিয়ে দেওয়া হয় বিএসএফের ১৩৮ নম্বর বাহিনীর কমাডান্টকেধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরে বিএসএফের সংক্রমিতরাওবহিঃরাজ্যে আটকে থাকা লোকজন ট্রেনে, বাসে, বিমানে রাজ্যে ফেরা শুরু হতেই ফের বাড়তে থাকে সংক্রমিতের সংখ্যাসর্বশেষ পাওয়া তথ্য অনুসারে ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা ৮৪১আক্রান্তের তালিকায় আট জেলার মধ্যে শীর্ষে রাজধানী লাগোয়া সিপাহীজলা জেলাকরোনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আতংক আরো বাড়ছে গোটা রাজ্যে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.