Header Ads

বাঘজানে তেলকূপে অগ্নিদগ্ধ হয়ে দু’জনের মৃত্যু, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন


অমল গুপ্ত, গুয়াহাটি : তিনসুকিয়া জেলার বাঘজানের পাঁচ নম্বর তেলকূপ বিস্ফোরিত হয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পরও তা নেভানো যায়নি এর মধ্যে দু’জন তেল কর্মীর অগ্নিদগ্ধ হয়ে করুন মৃত্যু ঘটলোঅয়েল ইন্ডিয়ার কর্মী ভালো ফুট বলার দুর্লভ গগৈ এবং তীর্থেশ্বর গোহাইয়ের করুন মৃত্যুতে মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেন তার নির্দিশে অয়েল ইন্ডিয়ার দুই কর্মীর রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী বাঘজানে উপস্থিত হয়েছেনমুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল গতকাল পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলেছিলেন  আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেনপ্রধানমন্ত্রী বাঘজনের ঘটনা মন দিয়ে শুনে যথাবিহিত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন তিনি স্থানীয় মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন একথা জানিয়ে আজ মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেএখন আগুনের মাত্রা অনেক কমেছে এবার নিভে যাবে তিনি জানান, তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজ নাথ, ডোনারমন্ত্রী জিতেন্দ্র সিং-এর সঙ্গেও কথা হয়েছেপ্রতিরক্ষামন্ত্রী প্রয়োজনে বায়ূসেনা মোতায়েন করা হবে বলে আশ্বাস দিয়েছেনমুখ্যমন্ত্রী জানান, তিনি অয়েল ইন্ডিয়াকে অনুরোধ করেছেন মৃত দুই কর্মীর নিকটজনকে চাকরি দেবার জন্যে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, অয়েল ইন্ডিয়ার ভুলের জন্য পশু-পাখি জৈব বৈচিত্র হুমকির মধ্যে পড়েছে১২-১৩ দিন পরও কেন আগুন নেভানো গেল না বলে প্রশ্ন তোলেন তিনি স্বীকার করেন মাটিতে তেল পড়ার ফলে গাছ গাছালির বিরাট ক্ষতি হবে নদীর মাছ, জলজ প্রাণীর মৃত্যু ঘটবেতিনি জানান, ওই অঞ্চলে বন বিভাগ জরিপ চালাবেসাংবাদিক অপূর্ব গোস্বামী অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে আর টি আই করেছেনপ্রাকৃতি প্রেমিক নিরন্তর গোহাই আজ গুয়াহাটি হাইকোর্টে একজন স্বার্থ মামলা করে পরিবেশ প্রকৃতি ধ্বংসের অভিযোগ করে ডিব্রু সাইখোয়া অভ্যায়রণ্য, মাগুড়ি মতাপূইং বিল ধ্বংসের অভিযোগ করে অভ্যয়ারণ্য এলাকায় তেলকূপ বন্ধের দাবি জানিয়েছেনএদিকে, আলোচণাপন্থী আলফা অবিলম্বে তেলকূপ বন্ধের দাবি জানিয়েছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.