Header Ads

অসমে নতুন করে করোনায় আক্রান্ত ৪২ জন, আক্রান্ত বেড়ে ৩০৯২


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি :  অসমে আরও ৪২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত গোটা অসমে কোভিড-১৯-এর রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৯২। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বুধবার সকালে টুইট করে এই খবর জানিয়েছেন। এই আক্রান্তদের মধ্যে ১৯ জন নগাঁওয়ের, ১৬ জন কোকরাঝাড়ের, ৪ জন লখিমপুরের, ২ জন যোরহাটের এবং একজন ধেমাজির। উল্লেখ্য, গতকাল বিশাল সংখ্যায় মোট ৩১৩ জন রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় অসমে করোনা মুক্ত হওয়ার সংখ্যা পৌঁছেছে ১০৯৭-এ। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫ জন। বর্তমানে চিকিত্সাধীন রয়েছেন ১৯৮৭।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.