Header Ads

বাঘজানে তেলকূপের ভয়ঙ্কর গ্যাস আগুন জ্বলছে, মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ে বৈঠক করলেন, আমেরিকা কানাডার বিশেযজ্ঞরা এলেন


অমল গুপ্ত, গুয়াহাটি : উজানের তিনসুকিয়া জেলার ডুমডুমা থানার অর্ন্তগত বাঘজান তেলকূপে বিস্ফোরণ ঘটেছিল গত ২৭ মে প্রচন্ড শব্দ করে অগ্নুপাত, তেল, প্রাকৃতিক গ্যাসের উদ্গীরণ শুরু হয় মে গুইজন মাগুরি বিল এলাকার কয়েকশো মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে গুইজান বিদ্যালয়ে গিয়ে উঠেছেনসিঙ্গাপুরের আলার্ট নামে এক কোম্পানির তিন তেল বিশেযজ্ঞ তেলকূপ নেভানোর চেষ্টা করে যাচ্ছেন তাদের উপস্থিতিতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠে অয়েলের দুই কর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা যানআজ আমেরিকা ডেনমার্ক থেকে তিনজন বিশেযজ্ঞ এসেছেনমুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ, ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত, অতিরিক্ত মুখ্যসচিব মনীন্দ্র সিং, বন বিভাগের সহকারী বন সংরক্ষক এম কে যাদব প্রমুখের সঙ্গে বাঘজানের পরিস্থিতি পর্যালোচনা করেনমুখ্যমন্ত্রী মনীন্দ্র সিং-এর নেতৃত্বে এক তদন্ত কমিটি গঠন করে দিয়েছেনএই তদন্ত কমিটির সদস্যরা আজ বাঘজান রওনা হন১৫ দিনের মধ্যে প্রতিবেদনা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছেঅন্যদিকে, কেন্দ্রীয় তেল মন্ত্রণালয় তিনজনের এক পৃথক তদন্ত কমিটি গঠন করে দিয়েছেকংগ্রেসের সভাপতি রিপুন বরার নেতৃত্বে ১২ জনের এক প্রতিনিধি দল বাঘজান ঘটনাস্থল পরিদর্শন করেনবরা অভিযোগ করেন, অয়েল ইন্ডিয়া নিজে কাজ না করে জন এনার্জি নামে এক কোম্পানির হাতে তেল খননের দায়িত্ব দিয়েছেকেন্দ্র অসম সরকার অয়েল ইন্ডিয়াকে দায়ী করে বলেন, তাদের ভুলের জন্য এতবড় দুর্ঘটনা ঘটলশিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী এবং অতুল বরা আজ দুলিয়াজানে সাংবাদিক সন্মেলন করেন ক্ষতিগ্রস্ত প্রতিটি পতিবারকে ৩০ হাজার করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেনকৃষকমুক্তি সংগ্রাম সমিতি আজ অভিযোগ করে ডিব্রু সাইখোয়া অভয়ারণ্য অঞ্চলে টি তেলকূপ আছে অয়েল ইন্ডিয়া নিজেরা তেল উত্তোলন না করে অন্য কোম্পানিকে কাজে লাগায়, যার জন্য নিয়ম নীতি মানা হয় না

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.