Header Ads

কলকাতায় করোনা আক্রান্ত মরদেহ লুকিয়ে সত্য গোপন করার অভিযোগ এবার সুপ্রিম কোর্টের


কলকাতা : পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়ার বদলে মর্গে ফেলে রেখে রাতের অন্ধকারে নির্জন স্থানে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে কলকাতার গড়িয়ার শ্মশানে ১৩টি বেওয়ারিশ মৃতদেহ দাহ করার মানুষ নেই। আঁকুশি করে কুকুর ছাগলের মত টেনে নিয়ে যাওয়ার ভিডিও বিশ্ববাসী দেখার পরও কলকতার বুদ্ধিজীবীরা দিদির ভয়ে কাঁটা পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে বলেছেন, শ্রদ্ধা সম্মানের সঙ্গে মৃতদেহ সৎকার করা উচিতবিজেপি সভাপতি দিলীপ ঘোষ আজ অভিযোগ করে বলেছেন, মৃতদেহগুলো এসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বাঁকুড়া, ২৪পরগণা সহ বিভিন্ন জেলাতে মৃতদেহ লুকিয়ে ফেলা হয়েছেনাম সুপার স্পেশাল হাসপাতাল, বোলপুরের এই হাসপাতালের মর্গে ১৪টি মরদেহ গলে-পচে গেছে  লুকিয়ে নিয়ে যাবার সুযোগ পারছিল নাগতকাল রুগীরা প্রতিবাদ করায় আজ মৃতদেহ সরানোর কাজ শুরু হয়েছেমনে পড়ছে না এর আগে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের এত দুর্গতি হয়েছে কিনা এত অমানবিক হতে পারে! একজনের ভয়ে প্রতিবাদের ভাষা তাই হারিয়ে ফেলেছে? সুপ্রিমকোর্ট আজ পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণে মৃতদের প্রতি এই অমানবিক আচরণের কড়া সমালোচনা করে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেদিল্লিতে আবর্জনার মধ্যে মৃতদেহ পাওয়া গেছেমহারাষ্ট্র তামিলনাড়ু এবং দিল্লি সরকারকেও নোটিশ পাঠিয়েছে সুপ্রিমকোর্টকংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কলকাতায় মরদেহের প্রতি মধ্য যুগের বর্বরতা বলেন সত্যকে গোপন করে মৃতদেহগুলোকে লুকিয়ে ফেলা হয়েছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.