Header Ads

করোনা যুদ্ধের সেনানী হিমন্তবিশ্ব শর্মা সুস্থ ও ভালো আছেন


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : কাল থেকে অসমে রাজ্যে ব্যাপক হারে টেস্ট শুরু হবে। গুয়াহাটিতে ৫০ হাজার টেস্ট হবে। ৫০০ পজিটিভ ধরা পড়লে আবার লকডাউন শুরু হবে। অসুস্থ হবার আগে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছিলেন ৩০ জুনের মধ্যে তিন লক্ষ টেস্ট ছাড়িয়ে যাবে। আজ পর্যন্ত ২ লক্ষ টেস্ট ছাড়িয়ে গেছে। প্রতিটি ট্রাক স্ট্যান্ড, গোডাউন, পার্কিং প্লেস প্রভৃতি এলাকায় বেশি টেস্ট করা হবে। ২৪ ঘন্টার মধ্যে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে যাবে। আজ ১০টি ট্রেনে প্রায় ১০ হাজার মানুষ এসেছে। ত্রিচুর  থেকে ডিব্রুগড় পর্যন্ত এক স্পেশালে বরপেটা স্টেশনের কাছে সরূপাথরে এক পরিবার সন্তান প্রসব করেন বলে জানা গেছে। লামডিং রেলওয়ে স্টেশনে গতকাল গভীর রাতে দক্ষিণ ভারত থেকে একটি ট্রেন থেকে প্রায় ৩০০ যাত্রী নেমে পালানোর চেষ্টা করে পড়ে তাদের ধরে কয়রেন্টিন সেন্টারে পাঠানো হয় বলে খবর পাওয়া গেছে। রাজ্যের করোনা যুদ্ধের সেনানী স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার অনুপস্থিতি চোখে পড়ছে। তিনি সামান্য অসুস্থ হয়ে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন, ডাক্তারদের পরামর্শে চলছেন। ভালো আছেন। তিনি ছাড়া রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না। তা সাধারণ মানুষ বলছেন না। বাস্তব সে কথা বলছে। বিহালির ছাত্র মুক্তির নেতা অনিল বর্মন, স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু কামনা করে সোশাল মিডিয়াতে আপত্তিকর পোস্ট করার জন্য পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। মন্ত্রী রঞ্জিত দত্ত এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.