মণিপুরের বিজেপি সরকার থেকে কর্ণাড সাংমার দল এম পি পি সরে এলো
নয়া ঠাহর, গুয়াহাটি: বিজেপি দল যখন অসমে জনসংযোগ কর্মসূচি জোরদার করে তুলেছে। তখন মণিপুরের বিজেপি
সরকার চরম বিপদে পড়ল। বিজেপি সরকার থেকে ৯ জন
সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। বীরেন্দ্র সিং নেতৃত্বে গঠিত
বিজেপি সরকার থেকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্ণাড সাংমার দল এম এম পি পি থেকে চারজন, এক নির্দল, একজন তৃণমূল ও তিনজন
বিজেপি বিধায়ক বিজেপি ছেড়ে কংগ্রেস দলের দিকে পা বাড়িয়েছে। এবার তথাকথিত মূল্য
বোধের রাজনীতি শুরু হবে। দুর্নীতিবাজ নেতারা টাকার
বান্ডিল নিয়ে দর কসা কশি শুরু করবে। টাকার পরিমান শেষ পর্যন্ত সরকারের ভাগ্য
নির্ধারণ করবে, যেখানে নীতি আর্দশের কোনো বালাই নেই।









কোন মন্তব্য নেই