লকডাউনে 'নন্দিনী'
'নন্দিনী ' মহিলা পরিচালিত লামডিঙের একটি অগ্রনী সামাজিক ও
সাংস্কৃতিক সংস্থা। যার জন্ম লগ্ন ২০১৫ সন থেকে সামাজিক ও সাংস্কৃতিক উভয়
ক্ষেত্রেই জনগণ ও শিল্পীদের পাশে দাঁড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেই ভাবে ২০১৭
সনে গোগামুখ ও কাজিরাঙা সহ শহর লামডিঙের বিভিন্ন স্থানে বান পীড়িত, দুস্থ, অর্থনৈতিক ভাবে দুর্বল লোকের পাশে পাশে চলছে। সেই পথ চলার সঙ্গে সঙ্গে
সংস্কৃতি জগতকেও প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত সমস্ত শিল্পীদের শিল্প কর্মের দ্বারা ঋদ্ধ
হতে সহযোগীতা করছে। প্রায় প্রত্যেক বছরই মে মাসে প্রতিযোগীতা মূলক অনুষ্ঠান সহ
বিভিন্ন ধরনের গ্রন্থ মেলা,আলোচনা সভা
ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করে আসছে। কিন্তু এ বছর করোনা মহামারির দাপটে লোক ভীত
সন্ত্রস্ত, সেই সময় লোকের
মনে একটু আনন্দ দেওয়ার জন্য 'নন্দিনী' ২৫ শে মে কাজী নজরুল ইসলামের জন্মদিন থেকে
ফেসবুকে অনলাইন অনুষ্ঠানের আয়োজন করে। খোলা ময়দানের অনুষ্ঠানের মত গৃহবন্দী থেকে 'নন্দিনী' সাড়া জাগিয়েছে দর্শক, শ্রোতা তথা বিভিন্ন দিকে প্রতিষ্ঠিত লোকের মনে,
এই গ্রুপে মনমাতানো
অনুষ্ঠানে অংশ নিয়েছেন অসমের বিভিন্ন জায়গা সহ বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লী, ত্রিপুরা বাংলাদেশ এবং আমেরিকার বংশোদ্ভূতরা।
আগামী তে এই অনুষ্ঠান আরও বিরাট সংখ্যক দর্শক ও শিল্পীদের মন জয় করতে পারবে বলে
আশাবাদী সংস্থার সম্পাদিকা তাপসী বড়ুয়া এবং সহ সম্মাদিকা মাম্পি তালুকদার। পৃথিবীর
এই অসুস্থতার সময় সকলকে ঘরে কিংবা কর্মস্থলে সাবধানতা ও সমস্ত নিয়ম মেনে চলার আশা
প্রকাশ করেন সভাপতি জয়শ্রী আচার্য।









কোন মন্তব্য নেই