Header Ads

এশিয়ায় মার্কিন সেনা সংখ্যা বাড়াতে চলেছে আমেরিকা

 নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৬ জুনঃ
চিন যে ভাবে সম্প্রতি ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া , ফিলিপিন্সের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠছে  তাতে পিপলস লিবারেশন আর্মির ( পিএলএ) যথাযথ মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো।


প্রতীকী ছবি, সৌঃ ইন্টারনেট 
ম্পেয়ো জানিয়েছেন, পিএলএ-র মোকাবিলায় আমরা প্রস্তুত কিনা সে বিষয়ে  নিশ্চিত হতে চাইছি । তিনি আরও বলেন, পিএলএ-র মোকাবিলার মতো পর্যাপ্ত ব্যবস্থা নিতে কোনও অসুবিধা হবে না ।





ইউরোপ থেকে মার্কিন সেনা সরিয়ে এশিয়ায় মোতায়েন করা হবে । প্রথম পর্যায়ে জার্মানিতে মোতায়েন ৫২ হাজার মার্কিন সেনার সংখ্যা কমিয়ে ২৫ হাজার করা হবে ।





গত সপ্তাহেও মাইক পম্পেয়ো চিনের সেনার কড়া সমালোচনা করেছিলেন । তিনি বলেন , বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেই বিশ্বের নানা প্রান্তে মোতায়েন করা মার্কিন সেনার নতুন বিন্যাস করা হবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.